চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদ সদস্য। গতকাল রোববার দুপুর ১২টার দিকে সলিমপুরের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কনস্টেবল মিজান হোসেন, মো. হুসাইন ও মো. এসকেন্দার আলী। আহতরা হলেন এসআই সুজন শর্মা, গাড়িচালক কনস্টেবল সমর চন্দ্র সরকার ও সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ টিম পিকআপ নিয়ে ফকিরহাট এলাকায় অভিযানে যায়। রেললাইনের আগে পথে ইউপি সদস্য শাহাদাতকে তুলে নেয় ভ্যানে। সে সময় অনেক বৃষ্টি হচ্ছিল। ভ্যানের গ্ল্যাস ওঠানো ছিল। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস আসছিল। রেলক্রসিংয়ে গেটম্যান ছিল না এবং ট্রেন ও পুলিশভ্যানের দূরত্ব ছিল ২০০ থেকে ২৫০ ফুট।
এ সময় স্থানীয়রা ট্রেন ট্রেন বলে চিৎকার করলেও গাড়িচালক তা শুনতে পাননি। ফলে ট্রেনটি রেললাইনের ওপরে ওঠা পুলিশভ্যান ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। কনস্টেবল মিজান ঘটনাস্থলেই মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়াসিম বলেন, রেললাইনের পাশে চায়ের দোকানে বসে ছিলাম আমরা। দেখি পুলিশভ্যানটি রেললাইনের ওপরে উঠে গেছে। আমরা ট্রেন আসছে বলে চিৎকার করলেও তারা শুনতে পায়নি। মুহূর্তের মধ্যে ট্রেন ভ্যানটিকে ধাক্কা দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ৬ নম্বর ওয়ার্ডে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে ফকিরপাড়া এলাকায় যান সুজনের নেতৃত্বে একটি দল। স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাদাতকে তার বাড়ি থেকে সঙ্গে নিয়ে আসামির বাড়ির দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি।
ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির এসআই ফারুক হোসাইন জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ফকিরহাট অতিক্রমকালে রেলক্রসিংয়ের ওপরে ওঠা পুলিশভ্যানকে ধাক্কা দিলে তিন কনস্টেবল নিহত হন।
ঘটনা শুনে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, এসিল্যান্ড আশরাফুল আলম, ওসি তোফায়েল আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন