

নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই ডিজিটাল দুনিয়ায় বেজে উঠেছে বিনোদনের দামামা। একের পর এক গল্প, একের পর এক অনুভূতি,প্রেমের মিষ্টি রোমান্স থেকে শুরু করে রহস্যে মোড়া শ্বাসরুদ্ধকর থ্রিলার, সব মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো এই সপ্তাহে দর্শকদের জন্য খুলে দিয়েছে এক রোমাঞ্চকর ভুবন। হলিউডপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে চমক, উত্তেজনা আর আবেগের ঝাঁপি। আজকের আয়োজনে থাকছে সেইসব আলোচিত ও প্রতীক্ষিত ওটিটি রিলিজের গল্প। লিখেছেন-তামজিদ হোসেন।
স্টিল
এই সিনেমার গল্পে দেখা যাবে, ‘জারা’ একজন সাধারণ অফিসকর্মী। প্রতিদিনই সে ধীরে ধীরে তার একঘেয়ে ডেস্ক জব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে মজা করে চাকরি ছাড়ার কথা বললেও, হঠাৎই তার জীবনে নেমে আসে এক ভয়ংকর মোড়। একদিন সশস্ত্র বন্দুকধারীরা তার কাছে দাবি জানায়, ৪ বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে, নইলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
এরপর এই পরিস্থিতিতে জারার শুরু হয় এক দুঃসাহসিক ডাকাতির পরিকল্পনা। সেসময় গল্পে নৈতিকতার প্রশ্ন ওঠে, বিবেকের সীমা পরীক্ষার মুখে পড়ে, আর বেঁচে থাকার তীব্র তাগিদ সবকিছুকে ছাপিয়ে যায় এবং এভাবে সিনেমার গল্পটি এগিয়ে যাতে থাকে।
ছবিটি পরিচালনা করেছেন, স্যাম মিলার, হেটি ম্যাকডোনাল্ড। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সোফি টার্নার, আর্চি ম্যাডেকওয়ে, জ্যাকব ফরচুন-লয়েডসহ আরও অনেকে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তিপাবে চলতি বছরের ২১ জানুয়ারি।
আফটার বার্ন
২০২৬ সালের ২৩ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম লায়ন্সগেট প্লে-তে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় এই সিনেমাটি। স্কট চিটউড, পল এনস ও ওয়েন নিকোলসের একই নামের ‘রেড ফাইভ কমিক্স’ গ্রাফিক নভেলের ওপর ভিত্তি করে নির্মিত ‘আফটার বার্ন’ গল্পটি আবর্তিত হয়েছে এক ভয়াবহ সৌর বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হওয়ার ছয় বছর পরের সময়কে ঘিরে।
এই বিপর্যয়ের পর পৃথিবীতে টিকে থাকা মানুষের জীবনে কী প্রভাব পড়ে, সেটাই উঠে এসেছে কাহিনিতে। গল্পের কেন্দ্রীয় চরিত্র এক ব্যক্তি, যে বিশৃঙ্খলা ও ধ্বংসের মাঝেও শান্তিপূর্ণ একটি জীবনের স্বপ্ন দেখে। সেই স্বপ্নের লোভ দেখিয়েই তাকে একটি বিপজ্জনক মিশনে পাঠানো হয়—একটি শক্তিশালী অস্ত্র উদ্ধার করার বিনিময়ে শান্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এভাবেই শুরু হয় কিংবদন্তিতুল্য শিল্পকর্ম মোনা লিসা-র সন্ধান, যা লুকিয়ে রাখা হয়েছে ফ্রান্সে।
জে জে পেরির পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন, ডেভ বাউটিস্তা, স্যামুয়েল এল জ্যাকসন, ওলগা কুরিলেনকো, ক্রিস্টোফার হিভজুসহ আরও অনেকে।
মেল ব্রুকস: দ্য ৯৯ ইয়ার ওল্ড ম্যান
দুই পর্বের এই সিরিজটি আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, কৌতুকাভিনেতা ও গীতিকার মেল ব্রুকস এর ব্যক্তিগত জীবন ও কর্মজীবনকে অনুসরণ করেছে—যেখানে তিনি ধীরে ধীরে কীভাবে হলিউডের এক কিংবদন্তিতে পরিণত হন, তা তুলে ধরা হয়েছে।
‘ইগোট’ বিজয়ী এই শিল্পীর জীবনের বিভিন্ন অধ্যায়কে ভাগে ভাগে তুলে ধরেছে শোটি, আর দেখিয়েছে কীভাবে তিনি বিশ্বজুড়ে পরিচিত ও খ্যাতিমান হয়ে ওঠেন।
জুড আপাটো ও মাইকেল বনফিগলিও এর পরিচালনায় নির্মিত এই ডকু-ফিল্মে অভিনয় করেছেন মেল ব্রুকস নিজেই। ডকুসিরিজটি এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে চলতি বছরের ২২ জানুয়ারি।
ইটস নট লাইক দ্যাট
এই সিনেমায় দেখা যাবে লরি নামের এক চরিত্রকে। যিনি মানসিকভাবে ভীষণ ক্লান্তিকর একটি বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে গেছেন। অন্যদিকে ম্যালকম নামে ব্যক্তি সদ্য স্ত্রীহারা একজন মানুষ, যার নিজের তিনটি সন্তান রয়েছে। সিরিজটিতে একক অভিভাবক হিসেবে তাদের অভিজ্ঞতা, নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া এবং পুরোনো পারিবারিক বন্ধু হিসেবে আবার একে অপরের সঙ্গে দেখা হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে তারা নিজেদের সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সম্পর্ক রূপ নেয় এক নতুন রোমান্সে। এভাবেই এগিয়ে যায় সিরিজটির গল্প।
ব্র্যাড সিলবারলিং এর পরিচালনায় নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন স্কট ফোলি, এরিন হেইস, জে. আর. রামিরেজ, ক্যালেব বাউম্যান, ক্যারি ক্রিস্টোফারসহ আরও অনেকে। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এ বছরের ২৫ জানুয়ারি।
মন্তব্য করুন