শাওন সোলায়মান
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০২:২৬ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ইন্টারনেট স্পিডে বাংলাদেশের অবনতি

ওকলার প্রতিবেদন
ইন্টারনেট স্পিডে বাংলাদেশের অবনতি

মোবাইল এবং ফিক্সড ব্রডব্যান্ড উভয় ধরনের ইন্টারনেট স্পিডে অবনতি হয়েছে বাংলাদেশের। দুই শ্রেণিতেই গত জুন মাসের তুলনায় জুলাই মাসে এক ধাপ করে পতন হয়েছে। বৈশ্বিক ইন্টারনেট গতি ও উপাত্ত বিশ্লেষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে ইন্টারনেটের গতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। কমপক্ষে তিনশ মৌলিক ব্যবহারকারী আছে—এমন অঞ্চল থেকে তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স-২০২৩-এর জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। জুন মাসে যা ছিল ১১৯তম। অন্যদিকে, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতেও জুন মাসের তুলনায় দেশের অবস্থান এক ধাপ নেমেছে। জুলাইয়ে ১৮২ দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। ওকলার প্রতিবেদন মতে, গত জুলাইয়ে মোবাইল ইন্টারনেটে বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড ছিল প্রতি সেকেন্ডে ১৭ দশমিক ১৮ মেগাবিট (এমবিপিএস)। গড় আপলোড স্পিড ছিল ৮ দশমিক ৯৯ এমবিপিএস। পাশাপাশি একই মাসে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ৩৭ দশমিক ৯২ এমবিপিএস আর আপলোড স্পিড ছিল ৩৯ দশমিক ২১ এমবিপিএস।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের ১৭১ শহরের মধ্যে ১৩৬ অবস্থানে থাকা ঢাকার মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২০ দশমিক ৩৭ এমবিপিএস। আপলোড স্পিড ৯.৫৭ এমবিপিএস। জুন মাসে ঢাকার অবস্থান ছিল ১৩১তম। আর ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির হিসেবে বিশ্বের ১৯৫ শহরের মধ্যে ১১৯তম অবস্থানে ঢাকা। এই শ্রেণিতে পাঁচ ধাপ অবনতি হয়েছে রাজধানীর। ফিক্সড ব্রডব্যান্ডে ঢাকার গড় ডাউনলোড স্পিড ছিল ৪৫ দশমিক ৫৫ এমবিপিএস আর ডাউনলোড স্পিড ছিল ৪৬ দশমিক শূন্য ৬ এমবিপিএস। অন্যদিকে, ১৮ দশমিক ৬২ এমবিপিএস মোবাইল ইন্টারনেট গতি নিয়ে ১৩৯তম অবস্থান চট্টগ্রামের। অন্যদিকে, ৩৬ দশমিক শূন্য ৪ এমবিপিএস গতি নিয়ে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ১৩২তম দেশের বাণিজ্যিক রাজধানী।

যদিও ওকলার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি কালবেলাকে বলেন, ওকলা কে, কী টেস্ট করে জানা নেই। কোথাকার কোন ওকলা কী প্রতিবেদন দিল, সেটাও দেখার বিষয় নয়। কীভাবে তথ্য নিয়ে তারা প্রতিবেদন তৈরি করেছে, সেটাও জানা নেই। তারা আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমরা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানত। তারা কথা বলে টেস্ট করেনি।

প্রসঙ্গত, ওকলার এ প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে ২০৫ দশমিক ৭৭ এমবিপিএস গতি নিয়ে শীর্ষে অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। ফিক্সড ব্রডব্যান্ড শ্রেণিতে সর্বোচ্চ ২৪৭ দশমিক ৭৭ এমবিপিএস গতি নিয়ে শীর্ষ দেশ সিঙ্গাপুর। তবে শহর হিসেবে মোবাইল ইন্টারনেটে দুবাই এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে আবুধাবি শীর্ষে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১০

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১১

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১২

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৩

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৪

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

১৬

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

১৭

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

১৮

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

১৯

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

২০
X