শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
শাওন সোলায়মান
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০২:২৬ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ইন্টারনেট স্পিডে বাংলাদেশের অবনতি

ওকলার প্রতিবেদন
ইন্টারনেট স্পিডে বাংলাদেশের অবনতি

মোবাইল এবং ফিক্সড ব্রডব্যান্ড উভয় ধরনের ইন্টারনেট স্পিডে অবনতি হয়েছে বাংলাদেশের। দুই শ্রেণিতেই গত জুন মাসের তুলনায় জুলাই মাসে এক ধাপ করে পতন হয়েছে। বৈশ্বিক ইন্টারনেট গতি ও উপাত্ত বিশ্লেষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে ইন্টারনেটের গতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। কমপক্ষে তিনশ মৌলিক ব্যবহারকারী আছে—এমন অঞ্চল থেকে তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স-২০২৩-এর জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। জুন মাসে যা ছিল ১১৯তম। অন্যদিকে, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতেও জুন মাসের তুলনায় দেশের অবস্থান এক ধাপ নেমেছে। জুলাইয়ে ১৮২ দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। ওকলার প্রতিবেদন মতে, গত জুলাইয়ে মোবাইল ইন্টারনেটে বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড ছিল প্রতি সেকেন্ডে ১৭ দশমিক ১৮ মেগাবিট (এমবিপিএস)। গড় আপলোড স্পিড ছিল ৮ দশমিক ৯৯ এমবিপিএস। পাশাপাশি একই মাসে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ৩৭ দশমিক ৯২ এমবিপিএস আর আপলোড স্পিড ছিল ৩৯ দশমিক ২১ এমবিপিএস।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের ১৭১ শহরের মধ্যে ১৩৬ অবস্থানে থাকা ঢাকার মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২০ দশমিক ৩৭ এমবিপিএস। আপলোড স্পিড ৯.৫৭ এমবিপিএস। জুন মাসে ঢাকার অবস্থান ছিল ১৩১তম। আর ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির হিসেবে বিশ্বের ১৯৫ শহরের মধ্যে ১১৯তম অবস্থানে ঢাকা। এই শ্রেণিতে পাঁচ ধাপ অবনতি হয়েছে রাজধানীর। ফিক্সড ব্রডব্যান্ডে ঢাকার গড় ডাউনলোড স্পিড ছিল ৪৫ দশমিক ৫৫ এমবিপিএস আর ডাউনলোড স্পিড ছিল ৪৬ দশমিক শূন্য ৬ এমবিপিএস। অন্যদিকে, ১৮ দশমিক ৬২ এমবিপিএস মোবাইল ইন্টারনেট গতি নিয়ে ১৩৯তম অবস্থান চট্টগ্রামের। অন্যদিকে, ৩৬ দশমিক শূন্য ৪ এমবিপিএস গতি নিয়ে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ১৩২তম দেশের বাণিজ্যিক রাজধানী।

যদিও ওকলার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি কালবেলাকে বলেন, ওকলা কে, কী টেস্ট করে জানা নেই। কোথাকার কোন ওকলা কী প্রতিবেদন দিল, সেটাও দেখার বিষয় নয়। কীভাবে তথ্য নিয়ে তারা প্রতিবেদন তৈরি করেছে, সেটাও জানা নেই। তারা আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমরা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানত। তারা কথা বলে টেস্ট করেনি।

প্রসঙ্গত, ওকলার এ প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে ২০৫ দশমিক ৭৭ এমবিপিএস গতি নিয়ে শীর্ষে অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। ফিক্সড ব্রডব্যান্ড শ্রেণিতে সর্বোচ্চ ২৪৭ দশমিক ৭৭ এমবিপিএস গতি নিয়ে শীর্ষ দেশ সিঙ্গাপুর। তবে শহর হিসেবে মোবাইল ইন্টারনেটে দুবাই এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে আবুধাবি শীর্ষে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সা.সম্পাদকসহ ১০ পদে বিজয়ী বিএনপি

নারায়ণগঞ্জে কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা সমাবেশে মাসুদুজ্জামান

আপনার সুস্থতায় সাহস পায় বাংলাদেশ : নাছির উদ্দীন নাছির

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে জামায়াত আমিরের উদ্বেগ

খালেদা জিয়াকে নিয়ে হাদির আবেগঘন বার্তা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া কামনা, তারেক রহমানের কৃতজ্ঞতা

নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব : আবদুল আউয়াল মিন্টু

আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

১০

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র

১১

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

১২

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

১৩

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

১৪

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

১৫

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

১৬

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

১৭

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

১৮

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

১৯

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

২০
X