২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে মাঠে নামেন দেশের অভিনয়শিল্পীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে কণ্ঠ মেলায় দেশের ব্যান্ডশিল্পী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক তারকাই।
২০২৪ সালের শনিবার (৩ আগস্ট) বেলা ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে ব্যান্ড তারকারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সংগীতশিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্র সরোবরে (ধানমন্ডি ৮/এ) মিলিত হব। আমাদের সংগীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এ সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে এ গানগুলো গাইব, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘আমাদের সব মিউজিশিয়ানের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে, আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব।’ সেই দিনের মুক্তির মিছিলে রাজপথে দেখা যায় ব্যান্ড মাইলস, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, কুঁড়েঘর, মেকানিক্স, ক্রিপটিক ফেইট, সুরকার প্রিন্স মাহমুদ, হাসান ইথার, পার্থ বড়ুয়াসহ আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী।
এরপর আগস্টের প্রথম দিন চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে রাজপথে নামেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের নানা অঙ্গনের কর্মীরা। সেদিন পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় মানববন্ধন করার কথা থাকলেও ভিন্ন একটি দলের কর্মসূচি চলমান থাকায় সেখানে দাঁড়ানো সম্ভব হয়নি শিল্পীদের। এরপর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে কর্মসূচি করেন তারা।
সেদিন বৃষ্টিতে ভিজে উপস্থিত শিল্পীরা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে ছাত্রদের আন্দোলনে তাদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে চলমান হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধ করার দাবি জানান। এ সময় উপস্থিতি ছিলেন অভিনেতা মামুনুর রশীদ, মোশাররফ করিম, ইরেশ যাকের, সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, মোস্তফা মনওয়ার, সাবিলা নূর, রাফিয়াত রশীদ মিথিলা, নাজিয়া হক অর্ষা, শ্যামল মাওলা, নির্মাতা নুরুল আলম আতিক, আকরাম খান, অমিতাভ রেজা চৌধুরী, মাতিয়া বানু শুকু, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, আদনান আল রাজিব, পিপলু আর খান, সৈয়দ আহমেদ শওকি প্রমুখ।
সেদিন মুক্তির জন্য মাঠে নামা এ শিল্পীরা সাড়ে ১৫ বছর দেশ শাসন করা স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ঘটিয়েই ঘরে ফেরেন। তাই এক বছর পর আজকের এই দিনটি আশফাক নিপুণ, বাঁধনদের কাছে স্মরণীয় একটি দিন।
মন্তব্য করুন