রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

সেই মৃত্যুকূপের মালিক জামায়াত নেতার ভাই

গর্তে পড়ে ছোট্ট সাজিদের মৃত্যু
সেই মৃত্যুকূপের মালিক জামায়াত নেতার ভাই

এলাকায় তিনি কছির হাজি নামে পরিচিত। তার ভাই আব্দুল করিম ওয়ার্ড জামায়াতের রোকন। কছির উদ্দিন নিজের জমিতে অবৈধ ও অনুমোদনহীন বেশ কয়েকটি গভীর মিনি নলকূপ স্থাপনের মাধ্যমে গর্ত সৃষ্টি করে বানিয়ে রেখেছেন মৃত্যুকূপ। শিশু সাজিদের বাবার বাড়ির ১০০ থেকে ১৫০ বর্গমিটারের মধ্যে অন্তত তিনটি পরিত্যক্ত নলকূপের গর্ত করে রেখেছেন কছির উদ্দিন। এ ছাড়া অন্য এলাকায় তার জমিতে এমন আরও বেশ কয়েকটি পরিত্যক্ত নলকূপের গর্ত রয়েছে। কছির উদ্দিনের সৃষ্টি করা গর্তে পড়ে অকালেই শিশু সাজিদের প্রাণ ঝরে গেলেও ‘প্রভাবশালী’ এ ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে তিনি গা-ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কছির উদ্দিন দীর্ঘ ২৪ বছর সৌদিপ্রবাসী ছিলেন। বিদেশে থাকার সুবাদে তিনি প্রচুর অর্থবিত্তের মালিক হন। বিদেশ থেকে আসার পর তানোরের বরেন্দ্র এলাকায় প্রায় ৪০ বিঘা জমি ক্রয় করেন। এসব জমিতে সেচের জন্য তিনি অনুমোদন ছাড়াই ইচ্ছামতো স্থাপন করেছিলেন অবৈধ মিনি গভীর নলকূপ। যেখানে-সেখানে নলকূপ স্থাপন করতে গিয়ে কোথাও পানির পাওয়া গেছে আবার কোথা বা পানি পাওয়া যায়নি। যেখানে পানির লেয়ার পাওয়া যায়নি, সেখান থেকে পাইপ তুলে ফেলা হয়েছে। এতে ওইসব স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। এগুলো অনেকটা চোরাবালির মতো।

স্থানীয়রা জানান, শিশু সাজিদের বাবা রাকিবের বাড়ির চারিদিকেই জমি রয়েছে কছির উদ্দিনের। রাকিবের বাড়ির পূর্বদিকে ২০২৩ সালে মিনি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন কছির। কিন্তু পানির লেয়ার না পাওয়ায় সেখানে নলকূপ স্থাপন করা সম্ভব হয়নি। পাইপ তুলে নেওয়ায় সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। তিন বছর আগের সেই গর্তের গভীরতা কমতে কমতে এখন ১০ ফুটে নেমে এসেছিল। অথচ দীর্ঘদিন থেকেই এ গর্তটি ছিল অরক্ষিত। এর প্রায় ১০০ মিটার উত্তরে পুকুর পাড়ে গত বছর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন কছির। এটি স্থাপনকালে ১২০ ফুট গভীরে যাওয়ার পর পাথর আটকে যায়। সেখান থেকেও পানি না ওঠায় এটিও পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু সেখানে যে গভীর গর্তের সৃষ্টি হয়েছিল, সেটি বন্ধ করা হয়নি। সেই গর্তেই পড়ে গিয়ে প্রাণ হারাল ছোট্ট শিশু সাজিদ। এ গর্তের ঠিক পশ্চিম পাশে একইভাবে আরেকটি পরিত্যক্ত গর্তের সৃষ্টি করেন কছির। এভাবেই ওই এলাকায় তার নিজের জমিতে আরও অন্তত ছয়-সাতটি স্থানে এমন অরক্ষিত গর্ত রয়ে গেছে।

ওই এলাকার এক ব্যক্তি বলেন, ‘তার (কছির) ভাই আব্দুল করিম ওয়ার্ড জামায়াতের নেতা ও জামায়াতের রোকন। কছির উদ্দিনও জামায়াতের সমর্থক। বিদেশে থাকার কারণে তিনি অনেক অর্থ-সম্পদের মালিক হন। ফলে এলাকার মানুষ তাকে সমীহ করে চলেন। এলাকায় তিনি বেশ প্রভাবশালী।’

ওই ব্যক্তি আরও বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে সব জায়গায় গভীর নলকূপ স্থাপন করলেই যে পানি ওঠে, তা নয়। অনেক সময় পরীক্ষার জন্য দু-তিন জায়গায়ও নলকূপ স্থাপনের চেষ্টা করা হয়। কোথাও পানি ওঠে আবার কোথাও ওঠে না। যেখানে পানি ওঠে না, সেখান থেকে পাইপ সরিয়ে ফেলা হয়। এ কাজটিই করেছিলেন কছির উদ্দিন। এতে যে গভীর গর্ত হয়েছিল, সেটি পূরণ না করায় এমন দুর্ঘটনা ঘটেছে। এটি আসলে মেনে নেওয়ার মতো নয়।’

গত শুক্রবার বিকেলে কছির উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার ছোট বোন সফুরা খাতুন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। কছির উদ্দিন বাড়িতে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভাইয়ের জমির গর্তে পড়ে ছোট্ট শিশুটি মারা যাওয়ার কারণে এলাকার অনেক মানুষ নানা ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলছে। এজন্য তিনি আপাতত বাড়িতে থাকছেন না। তা ছাড়া ভাইয়ের রাজশাহী শহর ও চাঁপাইনবাবগঞ্জে আরও দুটি বাড়ি আছে। উনি ওই দুই বাড়িতেও থাকেন।’ সফুরা বলেন, ‘যেটি হয়েছে অসাবধানতাবশতই হয়েছে। ভাই এটি নিয়ে খুবই অনুতপ্ত।’

কছির উদ্দিনের কলেজপড়ুয়া একমাত্র মেয়ে কানিজ ফাতেমা বলেন, ‘বাবা বাড়িতে নেই। আমাদের সঙ্গেও যোগাযোগ করছেন না। যেদিন শিশুটি গর্তে পড়ে যায় বাবা শোনার পরই সেখানে যান। আমিও এ দুর্ঘটনার পর থেকে অনেকবার গিয়েছি। শিশুর বাবা-মা ও আত্মীয়স্বজনদের সান্ত্বনা দিচ্ছি।’ পরে কছির উদ্দিনের মোবাইল ফোনে কল করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে এটি কোনো অসাবধানতা নয়; অনেকবার এ গর্তের বিষয়টি কছির উদ্দিনকে বলা হয়েছে বলে জানান শিশু সাজিদের নানা আইয়ুব আলী। তিনি বলেন, ‘অনেকবার বলা হলেও তিনি এ গর্ত পূরণ করেননি। এভাবেই ফেলে রেখেছেন দিনের পর দিন। নাতি যখন গর্তে পড়ে তার পরপরই আশপাশে দুটি গর্ত কে বা কারা পূরণ করেছে।’

শিশু সাজিদের বাবা মো. রাকিব বলেন, ‘আমার কলিজার টুকরা চলে গেছে। আমি তো আর তাকে ফিরে পাব না। তবে এমন ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তি চাই।’

জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তাই আইনগতভাবে আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

অনুমোদনের বিষয়ে জানতে চাওয়া হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভূ-উপরিস্থ পানি উন্নয়ন ও নির্মাণ-ডিজাইন অনুবিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম বলেন, ‘তার (কছির) গভীর নলকূপটি বিএমডিএর নয়, এটি ব্যক্তি মালিকানায়। তবে এটির অনুমোদন ছিল কি না, আমরা বলতে পারব না। যে ঘটনাটি ঘটেছে, এটি খুবই দুঃখজনক।’

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা খান বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত বোরটিতে তাদের কোনো অনুমোদন ছিল না। ওই ব্যক্তি (কছির) তার নিজের জমিতে একটি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। জল না পেয়ে তিনি তা ছেড়ে দিয়েছিলেন। আমরা এরই মধ্যে বিএমডিএকে নির্দেশ দিয়েছি এলাকার সব অবৈধ স্থাপনা (নলকূপ) চিহ্নিত করে সঠিক স্থানসহ বিস্তারিত তালিকা জমা দিতে। প্রতিবেদন পাওয়ার পর আমরা আইনানুগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

যেসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম

রাজধানীতে বাসে আগুন

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

দেশে স্বর্ণের দাম কমলো

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

১২

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

১৩

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

১৪

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

১৫

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১৯

৫০তম বিসিএসের প্রিলি আজ

২০
X