রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন সাবমেরিন চালকের খোঁজে ওশানগেট

নতুন সাবমেরিন চালকের খোঁজে ওশানগেট

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে নিজেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে পর্যটকবাহী সাবমেরিন টাইটান। এ ঘটনায় মারা গেছেন এর পাইলটসহ পাঁচ আরোহী—যাদের মধ্যে ছিলেন সাবমেরিনটির মালিক ওশানগেটের প্রধান নির্বাহীও। সেই শোক কাটতে না কাটতেই নতুন সাবমেরিন চালকের খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কোম্পানিটি। খবর বিবিসি ও সিএনএনের।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড টাইটানের ধ্বংস হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এ ট্র্যাজেডিতে পাঁচ আরোহীর মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই প্রচার করা হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ, আটলান্টিকের তলদেশে নিখোঁজ সাবমেরিনটির সন্ধানে তখনো অভিযান চলছিল।

ওশানগেটের ওই নিয়োগ বিজ্ঞপ্তির একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর কোম্পানির ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। তবে ওয়েব্যাক মেশিন আর্কাইভে এখনো দেখা যাচ্ছে বিজ্ঞপ্তিটি। এতে বলা হয়েছে, মনুষ্যচালিত সাবমেরিন এবং সহায়তা জাহাজের বহর পরিচালনা ও ব্যবস্থাপনায় সাহায্যের জন্য তাৎক্ষণিকভাবে একজন সাবমার্সিবল পাইলট বা মেরিন টেকনিশিয়ান চায় ওশানগেট। আমরা দৃঢ় যান্ত্রিক ও আন্তঃব্যক্তিগত দক্ষতার সংমিশ্রণে একজন প্রতিশ্রুতিবদ্ধ এবং যোগ্য ব্যক্তি খুঁজছি—যিনি সংবেদনশীল সামুদ্রিক সরঞ্জামগুলোতে কাজ করতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ডাইভ অপারেশনকে সমর্থনের জন্য জটিল সিস্টেমগুলো পরিচালনা করতে সক্ষম।

যোগ্যতা হিসেবে কয়েক সপ্তাহ সমুদ্রে কাজ করার ইচ্ছা এবং ক্ষমতা থাকার পাশাপাশি ছোট নৌকা চালানো এবং বড় বাণিজ্যিক জাহাজে কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। যোগ্য ব্যক্তিকে আকর্ষণীয় বেতন, মেডিকেল প্যাকেজসহ নানা সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এটি প্রচারের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি।

উল্লেখ্য, গত ১৮ জুন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ আরোহীসহ রওনা দেয় সাবমেরিন টাইটান। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানের নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল বলে জানা গেছে। সে সময় ওশানগেটের মালিকানাধীন টাইটান সাবমার্সিবলের নিরাপত্তা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে বলে যেসব কথা উঠেছে, সেগুলোকে ভিত্তিহীন উদ্বেগ বলে উড়িয়ে দিয়েছিলেন—এমন অভিযোগ উঠেছে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টকটন রাশের বিরুদ্ধে। এক শীর্ষস্থানীয় গভীর সমুদ্র খননকারীর সঙ্গে ই-মেইল চালাচালিতে এ বিষয়টি উঠে এসেছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে সেই টাইটান বিধ্বস্ত হলে চার আরোহীর সঙ্গে নিহত হয়েছেন সেই সিইও।

ই-মেইল বার্তায় দেখা যায়, রব ম্যাককলাম নামের বিশেষজ্ঞ ওশানগেটের সিইও রাশকে টাইটানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, টাইটানের যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। স্বতন্ত্র সংস্থা দ্বারা স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত এর ব্যবহার বন্ধ রাখারও আহ্বান জানানো হয়। এর জবাবে রাশ বলেছিলেন, নিরাপত্তার যুক্তিকে হাতিয়ার করে উদ্ভাবনকে থামাতে চাওয়া ব্যবসায়ীদের কূটচাল দেখতে দেখতে তিনি ক্লান্ত। উত্তপ্ত মেইল বিনিময়ের পর ওশানগেটের আইনজীবী আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে জানান ম্যাককলাম। ২০১৮ সালে এসব ই-মেইল চালাচালি হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১০

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১২

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৩

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৪

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৫

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৬

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৭

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৯

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

২০
X