কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন সাবমেরিন চালকের খোঁজে ওশানগেট

নতুন সাবমেরিন চালকের খোঁজে ওশানগেট

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে নিজেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে পর্যটকবাহী সাবমেরিন টাইটান। এ ঘটনায় মারা গেছেন এর পাইলটসহ পাঁচ আরোহী—যাদের মধ্যে ছিলেন সাবমেরিনটির মালিক ওশানগেটের প্রধান নির্বাহীও। সেই শোক কাটতে না কাটতেই নতুন সাবমেরিন চালকের খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কোম্পানিটি। খবর বিবিসি ও সিএনএনের।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড টাইটানের ধ্বংস হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এ ট্র্যাজেডিতে পাঁচ আরোহীর মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই প্রচার করা হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ, আটলান্টিকের তলদেশে নিখোঁজ সাবমেরিনটির সন্ধানে তখনো অভিযান চলছিল।

ওশানগেটের ওই নিয়োগ বিজ্ঞপ্তির একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর কোম্পানির ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। তবে ওয়েব্যাক মেশিন আর্কাইভে এখনো দেখা যাচ্ছে বিজ্ঞপ্তিটি। এতে বলা হয়েছে, মনুষ্যচালিত সাবমেরিন এবং সহায়তা জাহাজের বহর পরিচালনা ও ব্যবস্থাপনায় সাহায্যের জন্য তাৎক্ষণিকভাবে একজন সাবমার্সিবল পাইলট বা মেরিন টেকনিশিয়ান চায় ওশানগেট। আমরা দৃঢ় যান্ত্রিক ও আন্তঃব্যক্তিগত দক্ষতার সংমিশ্রণে একজন প্রতিশ্রুতিবদ্ধ এবং যোগ্য ব্যক্তি খুঁজছি—যিনি সংবেদনশীল সামুদ্রিক সরঞ্জামগুলোতে কাজ করতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ডাইভ অপারেশনকে সমর্থনের জন্য জটিল সিস্টেমগুলো পরিচালনা করতে সক্ষম।

যোগ্যতা হিসেবে কয়েক সপ্তাহ সমুদ্রে কাজ করার ইচ্ছা এবং ক্ষমতা থাকার পাশাপাশি ছোট নৌকা চালানো এবং বড় বাণিজ্যিক জাহাজে কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। যোগ্য ব্যক্তিকে আকর্ষণীয় বেতন, মেডিকেল প্যাকেজসহ নানা সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এটি প্রচারের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি।

উল্লেখ্য, গত ১৮ জুন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ আরোহীসহ রওনা দেয় সাবমেরিন টাইটান। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানের নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল বলে জানা গেছে। সে সময় ওশানগেটের মালিকানাধীন টাইটান সাবমার্সিবলের নিরাপত্তা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে বলে যেসব কথা উঠেছে, সেগুলোকে ভিত্তিহীন উদ্বেগ বলে উড়িয়ে দিয়েছিলেন—এমন অভিযোগ উঠেছে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টকটন রাশের বিরুদ্ধে। এক শীর্ষস্থানীয় গভীর সমুদ্র খননকারীর সঙ্গে ই-মেইল চালাচালিতে এ বিষয়টি উঠে এসেছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে সেই টাইটান বিধ্বস্ত হলে চার আরোহীর সঙ্গে নিহত হয়েছেন সেই সিইও।

ই-মেইল বার্তায় দেখা যায়, রব ম্যাককলাম নামের বিশেষজ্ঞ ওশানগেটের সিইও রাশকে টাইটানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, টাইটানের যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। স্বতন্ত্র সংস্থা দ্বারা স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত এর ব্যবহার বন্ধ রাখারও আহ্বান জানানো হয়। এর জবাবে রাশ বলেছিলেন, নিরাপত্তার যুক্তিকে হাতিয়ার করে উদ্ভাবনকে থামাতে চাওয়া ব্যবসায়ীদের কূটচাল দেখতে দেখতে তিনি ক্লান্ত। উত্তপ্ত মেইল বিনিময়ের পর ওশানগেটের আইনজীবী আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে জানান ম্যাককলাম। ২০১৮ সালে এসব ই-মেইল চালাচালি হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১০

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১১

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১২

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৩

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৫

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৭

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৮

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৯

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

২০
X