আঙ্গুর নাহার মন্টি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ ঢাকায় আসছেন

জাতিসংঘের উপমহাসচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রুপের চেয়ারম্যান আমিনা জে. মোহাম্মদ। ছবি: সংগৃহীত
জাতিসংঘের উপমহাসচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রুপের চেয়ারম্যান আমিনা জে. মোহাম্মদ। ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের উপমহাসচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রুপের চেয়ারম্যান আমিনা জে. মোহাম্মদ। আগামী ১ জুলাই তার এ সফরের মধ্য দিয়েই একই মাসে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের হাই-প্রোফাইল সফর শুরু হবে। নির্বাচনের মাত্র ছয় মাস আগে উচ্চ পর্যায়ের সফরগুলো বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী আমিনা চীন ও ভারত সফরের মাঝে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন। এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও এসডিজি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

সম্ভাব্য সফরসূচি অনুসারে, ১ জুলাই দুপুরে বেইজিং থেকে তিনি বাংলাদেশে আসবেন। সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পরপরই তিনি ফরেন সার্ভিস একাডেমিতে এসডিজি নিয়ে একটি পাবলিক লেকচার দেবেন। রাতে তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর অয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন সকালে তিনি খুলনা বিভাগে জাতিসংঘের সহায়তায় পরিচালিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। সেখানে জলবায়ু ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরদিন অর্থাৎ ৩ জুলাই ভোরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ ৭৮তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে এসডিজি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ওই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রগতি মূল্যায়নের জন্য উপমহাসচিব বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন। মহাসচিবের নির্বাহী কার্যালয়ের তথ্য অনুসারে, উপমহাসচিব আমিনার এ সফরের মূল লক্ষ্য টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া।

এর আগে ২০২০ সালের মার্চে তার ঢাকা সফরের কথা ছিল। তবে করোনার কারণে সে সময় সফর স্থগিত হয়েছিল বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়।

ঢাকায় ইইউ পর্যবেক্ষক দল আসছে ৯ জুলাই : পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইইউ মিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের নির্বাচনপূর্ব পরিবেশ ও পরিস্থিতি মূল্যায়নে আগামী ৯ জুলাই ঢাকায় আসছে ছয় সদস্যের একটি পর্যবেক্ষক দল। দুই সপ্তাহের এ সফরে তারা নির্বাচন কমিশন, সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, পর্যবেক্ষক দল ঢাকা সফরের পর ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেলকে একটি প্রতিবেদন দেবেন। এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে ইইউ।

এদিকে ইইউ পর্যবেক্ষকদের সফর চলাকালেই আগামী ১০-১৩ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের কথা রয়েছে। তাদের সফরের পর অর্থনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

এদিকে সফরগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তবে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রগুলোর মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভিন্ন ভিন্ন ইস্যুতে বিদেশি এ কূটনীতিকদের ঢাকা সফরের সময় আলোচনায় প্রাধান্য পাবে জাতীয় নির্বাচন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

১০

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

১১

ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা

১২

অস্ট্রেলিয়া সিরিজের জন্য চমক রেখে ভারতীয় দল ঘোষণা

১৩

যশোরে এক দিনে কাঁচা মরিচ কেজিতে বাড়ল ১৭০ টাকা

১৪

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

১৫

সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ

১৬

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন

১৭

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

১৮

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

২০
X