রাফসান জানি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৪৭ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

পণ্যের অবৈধ মজুত ঠেকাতে অভিযানে নামছে পুলিশ

অবৈধ মজুতদারদের তালিকা হচ্ছে
পণ্যের অবৈধ মজুত ঠেকাতে অভিযানে নামছে পুলিশ

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে মাঠে নামছে পুলিশ। সারা দেশের অবৈধ মজুতদারদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তালিকাও করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের গুদামে থাকা মজুতের পরিমাণ যাচাই করা হবে। অবৈধভাবে মজুতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। এরই মধ্যে দেশের সব ইউনিটকে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে চায়। নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি স্বাভাবিক রেখে মূল্যস্ফীতি কমিয়ে আনতে তৎপর হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পাঁচ মন্ত্রণালয় এরই মধ্যে সমন্বিত বৈঠক করেছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাণিজ্য, অর্থ, খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ নীতিনির্ধারণী বৈঠকে অংশ নেন। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ও অবৈধ মজুতদার রয়েছে, তা সব মন্ত্রণালয়ই স্বীকার করে নেয়। সিন্ডিকেট সদস্য ও অবৈধ মজুতদারদের কিছু কিছু নাম মন্ত্রণালয়গুলোর হাতে থাকলেও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ নেই। এবার সরকার এই সিন্ডিকেট সদস্য ও অবৈধ মজুতদারদের সুনির্দিষ্টভাবে তথ্য-প্রমাণসহ শনাক্ত করতে চায়। সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের সমন্বিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের পণ্যভিত্তিক উৎপাদন তথ্য পর্যালোচনা করা হবে। সেসব পণ্যের চাহিদা কত, আমদানি কত, কোন বছর আমদানি হয়েছে, এসব বিষয় খতিয়ে দেখা হবে। এলসি তথ্য পর্যালোচনা করবে সরকার। কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কী পরিমাণ পণ্য আসছে, তা নজরদারিতে থাকবে। তাদের গুদাম পরিদর্শন করা হবে। এলসি করা পণ্য দেশে আসার পর বন্দর থেকে কী পরিমাণ খালাস হয়েছে, খালাস হওয়ার পর কোন প্রতিষ্ঠানে এবং কোন গুদামে যাচ্ছে, তাও নজরদারিতে রাখবে সরকার। এই বিষয়গুলো নিয়ে তথ্য সংগ্রহের পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান জানিয়েছিলেন, সরকার সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কোথায় কারা কীভাবে পণ্য মজুত করছে, সিন্ডিকেট করছে—তা চিহ্নিত করার চেষ্টা করছে। তাদের সুনির্দিষ্ট করার পর সব কিছু সুস্পষ্ট হলেই সরকার কঠোর অ্যাকশনে যাবে। প্রয়োজনে জেল-জরিমানার পাশাপাশি ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হবে।

এদিকে পুলিশ সূত্র জানায়, পাঁচ মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে অবৈধ মজুত রয়েছে, এমন গুদাম শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারা অবৈধভাবে পণ্য মজুত করে অস্বাভাবিকভাবে মূল্য বাড়াচ্ছে, তাদের বিষয়েও অনুসন্ধান চালানো হবে।

রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক কালবেলাকে বলেন, বাজার মনিটরিং করে আমরা অবৈধ মজুতদারদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। অতিরিক্ত মজুত করার প্রবণতা যাদের রয়েছে, তাদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেব।

নির্দেশনার বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে অবৈধ মজুতদারদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। সে অনুযায়ী অভিযান হবে। মোবাইল কোর্ট পরিচালনা করে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অপরাধ পর্যালোচনা সভা হয়েছে। ওই সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রোজা শুরুর আগেই যাতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়েছে। পণ্য সরবরাহ চেইনের ওপর নজর রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

১০

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

১১

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১২

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

১৩

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

১৪

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত

১৫

টানা বৃষ্টি কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

১৬

স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা দম্পতি

১৭

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ

১৮

যুদ্ধ বন্ধে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা

১৯

যমুনা সেতুতে কাভার্ডভ্যান-ট্রাক-পিকআপের সংঘর্ষ

২০
X