

যশোরে শিশু আফিয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপহার নতুন ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমান আফিয়ার দুর্দশার খবর জানতে পেরে তাকে একটি স্থায়ী আশ্রয় দেওয়ার জন্য স্থানীয় নেতাদের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ থেকে ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন আজ সকালে ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
আফিয়ার মা মনিরা খাতুন বলেন, মেয়ের থাকার স্থান ছিল না। গণমাধ্যমে আমাদের দুর্দশার খবর প্রকাশিত হয়। এরপর অমিত ভাই আমাদের বাসায় এসে দেখেছেন এবং প্রতিশ্রুতি দিয়ে ঘরের ব্যবস্থা শুরু করেছেন। আমি খুব খুশি, এখন আমরা নিরাপদভাবে ঘরে থাকতে পারব।
স্থানীয় বাসিন্দা শামীম হাসান বলেন, আমাদের অসহায় বোন মনিরার মেয়ে আফিয়ার গায়ের রং ভিন্ন হওয়ায় তার বাবা তাকে ত্যাগ করেছিলেন। খবরটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর তারেক রহমান বিষয়টি জানতে পারেন। ওনার নির্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বসতঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আজ সেই কাজ শুরু হয়েছে। আমরা এলাকাবাসী এ উদ্যোগে আনন্দিত।
আরেক স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আফিয়ার জন্য ঘর থাকায় আমরা সবাই খুশি এবং আফিয়াও খুশি। রাজনৈতিক নেতাদের কাজের মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো হওয়া উচিত এবং অমিত ভাই সেই পথ অনুসরণ করছেন।
তিনি আরও বলেন, নির্মিত ঘরে একটি শয়নকক্ষ, একটি রান্নাঘর এবং একটি বাথরুম থাকবে, যা আফিয়াকে নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন বলেন, আফিয়ার সংবাদ মিডিয়ায় প্রচারিত হওয়ার পর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানতে পারেন। এরপর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার বাসায় এসে তার খোঁজখবর নেন এবং সমস্যার সমাধান করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, জমিসংক্রান্ত কিছু জটিলতা থাকার কারণে কাজ শুরু হতে কিছুটা সময় লেগেছে, তবে আজ থেকে ঘরের কাজ শুরু হয়েছে। নতুন ঘরে থাকবে একটি থাকার রুম, একটি রান্নাঘর এবং একটি বাথরুম। এছাড়া আফিয়ার লেখাপড়ার দায়িত্বও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেওয়া হয়েছে।
মন্তব্য করুন