

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুলেমান নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের বড়গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুলেমান (২২) উপজেলার সুয়াইয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে। তিনি উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে, মোটরসাইকেল চালক সুলেমান ও তার দুই বন্ধুকে নিয়ে উপজেলার বড়গাঁও গ্রামে নানার বাড়িতে বেড়ানো শেষে বাড়ির পথে যাওয়ার সময় শ্রীমঙ্গলগামী ট্রাক বড়গাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুলেমান মারা যান।
বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) বি. এম সাদ্দাম বলেন, মরদেহটি ময়নাতদন্ত শেষে আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন