শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় নজরুল ইসলাম আজাদসহ অন্যরা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় নজরুল ইসলাম আজাদসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমরা যারা বিএনপি করি, আমাদের কাছে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর সিদ্ধান্তই চূড়ান্ত। দলের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কোনো ভেদাভেদ নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের খানপুর বরফকল মাঠে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে দল মাসুদ ভাইকে মনোনীত করেছেন। মাসুদ ভাই দলের প্রার্থী। তারেক রহমানের প্রার্থী। আমরা সবাই মিলে এক হয়ে মাসুদ ভাইকে জয় যুক্ত করব। নারায়ণগঞ্জের পাঁচটি আসনই ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এ দায়িত্ব কেউ এড়িয়ে যেতে পারবেন না।

বিএনপি বড় দল হওয়ায় একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও বলেন, দুঃসময়ে অনেকেই দলের জন্য শ্রম দিয়েছেন, জেল খেটেছেন, আত্মত্যাগ করেছেন। কিন্তু সবশেষে আমরা সবাই জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি। এখানে দলকে বিব্রত করার সুযোগ নেই।

বিএনপির এ নেতা বলেন, দল যেহেতু মাসুদ ভাইকে মনোনীত করেছেন, সেহেতু আমাদের নৈতিক দায়িত্ব একজোট হয়ে ধানের শীষকে জয়ী করা। মাসুদ ভাই নারায়ণগঞ্জ-৫ আসনসহ পুরো শহরকে মডেল হিসেবে রূপান্তর করবেন।

আজাদ বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা কীভাবে আপনাদের ওপর স্টিম রোলার চালিয়েছে, তা আপনারা জানেন। যদি আবার সেই স্বৈরশাসন না চান, তাহলে ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দলকে ভোট দিতে হবে। নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদ ভাইকে ভোট দিতে হবে।

সমাবেশের প্রধান বক্তা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছি। আমরা নির্বাচনমুখী হতে চাই। নির্বাচন দ্বারপ্রান্তে, এখন ঘরে-ঘরে গিয়ে ভোট চাওয়ার সময়। সকলের কাছে দোয়া চাই নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন আমরা সর্বোচ্চ ভোটে বিজয় অর্জন করতে পারি। আমরা যেন বিজয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারি।

তিনি আরও বলেন, দল আজকের অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে নজরুল ইসলাম আজাদকে। ওনার কারণেই আমরা এ সমাবেশ করতে পেরেছি। ঐক্যবদ্ধ মহানগর, সদর, বন্দর, ১৭টি ওয়ার্ড ও পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা আজ এক সঙ্গে বসতে পেরেছি।

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে মাসুদ বলেন, আমরা যখন নির্বাচনমুখী, ঠিক তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন।

মনোনয়ন দিয়ে সম্মানিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের ধন্যবাদ জানান মাসুদুজ্জামান মাসুদ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, আতাউর রহমান মুকুল, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তাফা সাগর।

আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১০

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১১

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১২

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৩

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৪

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৫

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৬

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৭

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৮

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৯

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

২০
X