শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

নানা অব্যবস্থাপনায় হতাশা

নানা অব্যবস্থাপনায় হতাশা

অমর একুশে বইমেলার পঞ্চম দিন গতকাল সোমবার বিকেল থেকেই মেলায় আসতে শুরু করেন পাঠক ও দর্শনার্থী। দর্শনার্থী, লেখক ও পাঠকদের আড্ডায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। তবে টয়লেট, ময়লা, আবর্জনাসহ মেলার ভেতরে খাবারের দোকানগুলোতে অস্বাভাবিক দাম নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা হয় ঐতিহ্য প্রকাশনীর স্টল ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজলের সঙ্গে। তিনি বলেন, মেলায় দিন দিন মানুষের ভিড় বাড়ছে। নানা বয়সী মানুষ নতুন বইয়ের খোঁজ করেছেন; কিন্তু মেলার প্রবেশপথে এখনো ঠিকভাবে ইট বিছানো হয়নি। টয়লেট এবং নামাজের স্থান যেনতেনভাবে করা হয়েছে।

অনিন্দ্য প্রকাশনীর প্রকাশক আফজাল হোসেন বলেন, মেলা জমে উঠেছে। কিন্তু পাঠক ও দর্শনার্থীর জন্য যে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, তা পর্যাপ্ত নয়। এবার কাগজসহ আনুষঙ্গিক সবকিছুর দাম বাড়তি। ফলে বইয়ের দামও বেশি। অনেক প্রকাশকই খরচ উঠে আসা নিয়ে শঙ্কায় আছেন।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে এসেছেন শিক্ষার্থী রনি। তিনি বলেন, এ মেলার জন্য বছর ধরে অপেক্ষায় থাকি। আড্ডা, বই কেনা, চা খাওয়াÑ সব মিলিয়ে দারুণ একটা সময় কাটে। কয়েকটা বই কিনেছি। কিন্তু মেলায় একটু পরপরই এত আবর্জনার স্তূপ ও টয়লেটের অব্যবস্থাপনা ভাবাই যায় না। এ ছাড়া মেলা ভেতরে খাবারের দাম তিনগুণ নিচ্ছে বাইরের দোকানগুলোর তুলনায়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মেলায় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবাও খুব দুর্বল।

গতকাল বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সার্ধশত জন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি মোহাম্মদ রওশন আলী চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুদ রহমান। আলোচনা অংশ নেন ইসরাইল খান এবং তপন বাগচী। সভাপতিত্ব করেন সাইফুল আলম।

লেখক বলছি মঞ্চ: গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি নাসির আহমেদ, কবি ইসলাম রফিক, শিশুসাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল ও লোকসাহিত্য গবেষক সৈয়দা আঁখি হক।

নতুন বই: বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানা যায়, গতকাল মেলায় নতুন বই এসেছে ৭০টি। এর মধ্যে গল্প আটটি, উপন্যাস ছয়টি, প্রবন্ধ একটি, কবিতা ৩৪টি, গবেষণা তিনটি, ছড়া একটি, শিশু সাহিত্য একটি, জীবনী তিনটি, মুক্তিযুদ্ধবিষয়ক দুটি, ভ্রমণ একটি, ইতিহাস দুটি, বঙ্গবন্ধু একটি এবং অন্যান্য বিষয়ের বই পাঁচটি।

নতুন বইগুলোর মধ্যে অন্যতম হলো অনন্যা প্রকাশনী থেকে ইমদাদুল হক মিলনের গল্প ‘অন্ধকার নামতে পারেনি’, শ্রাবণ প্রকাশনী থেকে জুনাইদ আহমেদ পলকের ভাষণ ‘জাতীয় সংসদে’ ও আহমদ পাবলিশিং পাবলিশিং হাউস প্রকাশিত ডা. সাবরিনা হুসেন মিষ্টির ছোট গল্পের বই ‘বন্দিনী’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

আড়ং ডেইরিতে নিয়োগ, দ্রুত আবেদন করুন

২৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

নাশতায় যেসব খাবার নীরবে বাড়াচ্ছে আপনার রক্তচাপ

২৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

নতুন যুদ্ধ কৌশল ‘হাইব্রিড যুদ্ধ’, এটা আসলে কী

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

১০

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

১১

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

১২

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

১৩

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

১৪

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

১৫

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

১৬

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

১৭

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

১৮

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

১৯

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

২০
X