শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

পিডিএফ বই প্রকাশে অনীহা

পিডিএফ বই প্রকাশে অনীহা

৫০ বছর আগে ঢাকায় শুরু হয় বইমেলা। পাঁচ দশকের এই যাত্রার শুরুটা ছিল বাংলা একাডেমির বর্ধমান হাউসের বটতলায় এক টুকরো চটের উপরে। বছর বছর বেড়েছে মেলার বিস্তৃতি। এখন বাংলা একাডেমি ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত গেছে বইমেলা। চটের বদলে এখন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রকাশনাগুলো নির্মাণ করছে স্মার্ট ও নান্দনিক স্টল এবং প্যাভিলিয়ন। এবার বইমেলার আগে কাগজের দাম বেড়েছিল। তার প্রভাব পড়েছে মেলায় নতুন বইয়ের দামে। তাই ক্রমশ চাহিদা বাড়ছে পিডিএফ ফরমেটের। কিন্তু ডিজিটাল পিডিএফ বই প্রকাশে অনীহা রয়েছে প্রকাশকদের। বর্তমানে দৈনন্দিন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। মৌলিক চাহিদা পূরণের জন্য বেড়েছে ঋণের বোঝা। এর পরই আসে মন ও জ্ঞানের খোরাক বই কেনার চিন্তা। এ বছর বইয়ের দাম তুলনামূলকভাবে বেশি, যা পাঠকদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই বেড়েছে ডিজিটাল মাধ্যমে বই পড়ার প্রবণতা।

মেলায় কথা হয় পাঠক নির্ঝর আকন্দের সঙ্গে। তিনি বলেন, এবার বইয়ের দাম অনেক বেশি। আমাদের মতো সাধারণ ক্রেতাদের নতুন বই কেনা দুষ্কর। বিক্রেতারা বলছেন কাগজের দাম বেশি, তাই বইয়ের দাম কিছুটা বেড়েছে। তাই বিভিন্ন ফেসবুক গ্রুপে খোঁজাখুঁজি করে পিডিএফ বই খুঁজি। রকমারি ডটকমসহ কিছু বই বিক্রির অনলাইন মাধ্যম পিডিএফ বই প্রকাশ করে। কিন্তু বড় বড় প্রকাশনার ডিজিটাল মাধ্যমে পিডিএফ বই প্রকাশে অনাগ্রহ চোখে পড়ার মতো।

গত ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু কাগজের বই প্রকাশ না করে ডিজিটাল মাধ্যমেও প্রকাশের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, আপনারা ডিজিটাল প্রকাশক হলে শুধু দেশে নয়, বিদেশেও পৌঁছাতে পারবেন। মনমানসিকতা পরিবর্তন করে আধুনিক প্রযুক্তিটাও রপ্ত করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে আমরা এগিয়ে যাব।

প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে বই প্রকাশের কথা বললেও বাংলা একাডেমিসহ অনেক প্রকাশনা এখনো সে পথে হাঁটতে পারেনি। ডিজিটাল মাধ্যমে বই প্রকাশের কোনো উদ্যোগ নেয়নি বাংলা একাডেমিও। অমর একুশে বইমেলা-২০২৪-এর আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসল বলেন, আমরা এখনো এ ধরনের উদ্যোগ নিতে পারিনি বইমেলাকেন্দ্রিক। তবে ভবিষ্যতে চেষ্টা করব। তবে বাংলা একাডেমির ই-লাইব্রেরি কার্যক্রম চলছে। আর কোন কোন বিষয় ডিজিটালাইজেশন করা যায় তা নিয়ে বাংলা একাডেমির তিনটি কমিটি কার্যক্রম শুরু করেছে। তারা এ বিষয়ে ভালো বলতে পারবে।

কথা প্রকাশনীর প্রকাশক ইউনূস বলেন, দিন দিন কাগজের দাম বাড়ছে। কারণ, ডলারের বিপরীতে টাকার মান কমেছে। ব্যবসায়ীরা কাগজের কাঁচামাল আমদানিতে বেশি খরচকে দায়ী করেছেন। এ ছাড়া ছাপা খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। তাই কিছুটা দাম বেড়েছে বইয়ের। অনলাইনে পিডিএফ প্রকাশের ক্ষেত্রে লেখক, প্রকাশ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সরকারের সমন্বয় দরকার। তাহলেই প্রকাশনা শিল্পকে ডিজিটালাইজেশন করা সম্ভব।

গতকাল সোমবার বইমেলা ছিল পাঠক-দর্শনার্থীতে জমজমাট। বিক্রিয়কর্মী, প্রকাশক, লেখক ও দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। বিকেল ৩টায় মেলার প্রবেশদ্বার খুলে দেওয়ার পর থেকে বাড়তে থাকে লোক সমাগম। সবার পদচারণায় এক অন্যরূপ নেয় বইমেলা। সরেজমিন দেখা যায়, প্যাভিলিয়ন-স্টলগুলোর সামনে দলে দলে তরুণ-তরুণীরা রং-বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে প্রিয়জনের সঙ্গে বই দেখছেন।

গতকাল বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন্ম শতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি হেনা দাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জোবাইদা নাসরীন। আলোচনায় অংশ নেন ঝর্না রহমান ও ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সালমা বাণী, কবি ফারহানা রহমান, গবেষক মিলটন কুমার দেব এবং কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আলতাফ হোসেন, সাজ্জাদ আরেফিন, ওমর কায়সার, ইউসুফ রেজা, আসাদ কাজল, শাহেল কায়েস ও সারমিন মতিন মিতু। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কাজী মদিনা, পলি পারভীন, জালালউদ্দীন হীরা। এ ছাড়া ছিল নাজিয়া জাবীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘স্পর্শ ফাউন্ডেশন’, ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘কথা আবৃত্তি চর্চাকেন্দ্র’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘হাওলা’র পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, সাইদুর রহমান বয়াতি, জহির আলীম, আবুল বাসার আব্বাসী ও বশির উদ্দিন সরকার।

আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার, বইমেলার ১৩তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। আজ বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ সৈয়দ ওয়ালীউল্লাহ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশগ্রহণ করবেন হরিশংকর জলদাস ও ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দ মনজুরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১০

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১১

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১২

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৩

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৪

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৫

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৬

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৭

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৮

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১৯

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

২০
X