আলী ইব্রাহিম
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৭ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

মামলায় আটকে আছে ভ্যাটের ২৪ হাজার কোটি টাকা

মামলা নিষ্পত্তির গতি খুবই শ্লথ
মামলায় আটকে আছে ভ্যাটের ২৪ হাজার কোটি টাকা

মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে সরকারের পাওনা প্রায় ২৪ হাজার কোটি টাকা মামলা জটিলতায় আটকে আছে। এর মধ্যে হাইকোর্টে বিচারাধীন ৩ হাজার ৪৮৩ মামলায় জড়িয়ে আছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ আদায়ে আদালতের আদেশের জন্য অপেক্ষা করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। তবে মামলা নিষ্পত্তিতে শ্লথগতির কারণে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, রাজস্ব সম্পর্কিত মামলা নিষ্পত্তিতে দীর্ঘদিনের জটের কারণে বর্তমানে শুধু ভ্যাট খাতেই মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৯টি। নিষ্পত্তির তুলনায় নতুন মামলা বেড়ে যাওয়ায় জট না কমে বাড়ছে। আর ভ্যাটের এসব মামলায় জড়িয়ে আছে সরকারের ২৩ হাজার ৯৪০ কোটি টাকার রাজস্ব।

এনবিআরের সর্বশেষ হিসাবে গত বছরের ডিসেম্বরে নতুন মামলা হয়েছে ১৭৩টি। এর সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ২৭২ কোটি টাকা। আর নিষ্পত্তি হয়েছে ৮৬টি মামলা। নিষ্পত্তি করা মামলায় ভ্যাটের পরিমাণ ছিল ১০৯ কোটি টাকা। নতুন মামলার তুলনায় নিষ্পত্তি কম হওয়ায় বাড়ছে মামলার সংখ্যা। এতে মামলায় আটকে পড়া রাজস্বের পরিমাণও বেড়েই চলছে।

ভ্যাট মামলার দায়িত্বপ্রাপ্ত এনবিআর সদস্য (মূসক নিরীক্ষা) ড. সহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘মামলা জট কমাতে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোকে আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার ধরন চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর মামলা জট কমাতেও এনবিআর কাজ করছে।’

এনবিআর সূত্র জানায়, বর্তমানে হাইকোর্ট বিভাগে ভ্যাটের বিচারাধীন মামলা রয়েছে ৩ হাজার ৪৮৩টি। এর সঙ্গে জড়িত ভ্যাটের পরিমাণ ১৮ হাজার ৫৬২ কোটি টাকা। আর আপিল বিভাগে মামলার সংখ্যা ১৫৬টি। এর সঙ্গে জড়িত ভ্যাটের পরিমাণ ১ হাজার ২৮২ কোটি টাকা। ভ্যাটের আপিলাত ট্রাইব্যুনালে ১৮৭ মামলায় আটকে আছে ২৩৭ কোটি টাকার রাজস্ব। এ ছাড়া আপিল কমিশনারেটের ২১ মামলায় আটকে আছে ৭৬ কোটি টাকার রাজস্ব। আর মূসক ১৪.১ এর ১ হাজার ৫৬৪ মামলায় আটকে আছে সরকারের ১ হাজার ১৯০ কোটি টাকা। বিকল্প বিরোধ নিষ্পত্তির ৩৬ মামলায় আটকে আছে ৩৮৯ কোটি টাকা। এ ছাড়া ভ্যাটের অন্যান্য মামলার পরিমাণ ১ হাজার ৬২০টি। এসব মামলায় আটকে আছে ১ হাজার ৯০৪ কোটি টাকার ভ্যাট। আর ভ্যাট সংক্রান্ত সার্টিফিকেট মামলার সংখ্যা ৩ হাজার ৫২২। এসব মামলায় আটকে আছে ৬৮ কোটি টাকার রাজস্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X