বরার্তো পেড্রেইরা। ৭০ বছর বয়সী এ অসবরপ্রাপ্ত কর্মকর্তার বাড়ি ব্রাজিলের বাহিয়ায়। তিনি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন তার খাদ্য তালিকায় পানীয়ের স্থানে লেখা হয়, তিনি শুধু কোকাকোলাই পান করেন। বিষয়টি প্রথমে কৌতুক মনে হলেও পরে বরার্তো ও তার পরিবার জানায়, তিনি ৫০ বছর ধরে পানির পরিবর্তে শুধু কোকই পান করেন।
বরার্তোর ডায়াবেটিস ও হৃদরোগ সমস্যা সত্ত্বেও জলয়োজনের জন্য তিনি শুধু কোকই পান করেন। এমনকি হাসপাতালেও পানি দিয়ে নয়, কোক দিয়েই ওষুধ খান তিনি।
রবার্তো বলেন, আমি ৫০ বছরে পানি পান করিনি। পানি পছন্দ করি না, পান করি শুধু কোক জিরো।
যদিও চিকিৎসকরা তাকে পানি পানের সুপারিশ করেছেন। তিনি বলেছেন, কোকই আমার মৃত্যু ঘটালে এত দিনে আমি মারাই যেতাম। কারণ, ৫০ বছরে আমি এক ফোঁটাও পানি পান করিনি।
তার নাতি ২৭ বছর বয়সী জোয়াও ভিক্টর পেক্সাও বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার দাদা ভীষণ স্বাস্থ্য সচেতন। তবে তিনি কোক ছাড়তে পারেননি। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। সূত্র: অডিটিসেন্ট্রাল