জাফর ইকবাল
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৩:৫০ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ১০:৩২ এএম
প্রিন্ট সংস্করণ
শিশুশ্রম

সস্তায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা

সস্তায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা

মেহেদি হাসানের বাড়ি কুমিল্লা। থাকে ঢাকার আদাবরে। বয়স ৭ বা ৮ বছর হবে। তার এ বয়সে কাঁধে ব্যাগ নিয়ে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠার কথা। কিন্তু সে হাতে তুলে নিয়েছে লেগুনার স্টিয়ারিং। পেটের তাগিদে ছুটে চলে পিচঢালা সড়কে। অপ্রাপ্ত বয়স্ক শিশুর হাতে স্টিয়ারিং থাকায় যেমন যাত্রীরা নিরাপদ নন, তেমনই এই শিশু হারাচ্ছে তার সোনালি শৈশব। আইনত দেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও বর্তমানে মেহেদি হাসানের মতো দেশে শিশুশ্রমিক রয়েছে ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ শিশু।

শিশুদের বেশিরভাগেরই কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই। এমনকি আড়াই থেকে ৫ হাজার টাকা মজুরিতে কাজ করে বেশিরভাগ শিশু। প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক কম মজুরিতে পাওয়া যায় বলেই এসব কাজে শিশুদের নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে জাতীয় শিশুশ্রমে নির্মূল নীতি ২০১০ এবং জাতীয় শিশু আইন ২০১৩ অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সব ধরনের শিশুশ্রম নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে পরিসংখ্যান অনুযায়ী ঘটছে তার উল্টোটা। কারণ গত ১০ বছরে দেশে শিশুশ্রমিক বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন। ফলে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, শহর এলাকায় শিশুশ্রমিক নিয়োগের সবচেয়ে প্রচলিত কারণ হলো নিম্ন মজুরি (৩৫ দশমিক ১ শতাংশ) এবং নানাবিধ কাজের জন্য শিশুরা উপযুক্ত এবং বিশ্বস্ত (১৭ দশমিক ৩ শতাংশ)। এ ছাড়া বিশেষ করে পল্লি এলাকায় প্রাপ্তবয়স্ক শ্রমিকের অভাবকে শিশুশ্রমিক নিয়োগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণেই পল্লিতে ১১ দশমিক ৪ শতাংশ প্রতিষ্ঠানে শিশুশ্রমিক নিয়োগ করা হয়। শ্রমজীবী শিশু নিয়োগে আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো, শ্রমিক হিসেবে কাজের জন্য উপযুক্ত, এই মানদণ্ডের ভিত্তিতে ১৮ দশমিক ৪ শতাংশ শিশুশ্রমিক নিয়োগকৃত রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী ৩৫ লাখ ৪০ হাজার শিশু শ্রমজীবী রয়েছে। যার মধ্যে ১৭ লাখ ৬০ হাজার শিশু বেকার এবং ১৭ লাখ ৮০ হাজার শিশুশ্রমে রয়েছে। শ্রমে থাকা শিশুদের মধ্যে ১০ লাখ ৭০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে অটোমোবাইল ওয়ার্কশপে কাজ করে সবচেয়ে বেশি। পল্লি এলাকায় ২৭ লাখ ৩০ হাজার শ্রমজীবী শিশু রয়েছে এবং শহরাঞ্চলে রয়েছে ৮ লাখ ১০ হাজার। শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা পল্লি এলাকায় ১৩ লাখ ৩০ হাজার এবং শহরাঞ্চলে ৪ লাখ ৪০ হাজার। অন্যদিকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা পল্লি এলাকায় ৮ লাখ ২০ হাজার এবং শহরাঞ্চলে ২ লাখ ৪০ হাজার। শিশুশ্রমিকের ৮২ শতাংশ তাদের নিজস্ব বাড়িতে বসবাস করে। উৎপাদনে ৩৩ দশমিক ৩ শতাংশ এবং কৃষি, বনায়ন ও মাছ ধরায় ২৩ দশমিক ৬ শতাংশ নিযুক্ত রয়েছে। সামগ্রিকভাবে শিশুশ্রমিক কর্মচারী হিসেবে শ্রেণিভুক্ত ৬৮ দশমিক ৮ শতাংশ এবং স্কুলে যায় ৫২ দশমিক ২ শতাংশ। শিশুশ্রমিকদের গড় মাসিক আয় ৬ হাজার ৬৭৫ টাকা। এ ছাড়া ২০ লাখ ১০ হাজার শিশু গৃহকর্মী রয়েছে, যাদের পারিশ্রমিক দেওয়া হয় না। গৃহকর্মে পারিশ্রমিক পায় ৮০ হাজার শিশু, তাদের মধ্যে মেয়েশিশুর সংখ্যা বেশি। তিনটি প্রাথমিক খাত যেমন কৃষি, শিল্প ও পরিষেবায় যথাক্রমে ১০ লাখ ৭০ হাজার, ১১ লাখ ৯০ হাজার এবং ১২ লাখ ৭০ হাজার শিশুশ্রমিক রয়েছে। বেতনভোগী এবং মজুরি উপার্জনকারী শ্রমজীবী শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৪০ হাজারের মধ্যে ১০ লাখ ৯২ হাজার। সর্বোচ্চ সংখ্যা হলো ৭ লাখ ৫৭ হাজার ৫৯৯ শ্রমজীবী শিশু, যাদের মাসিক আয় ৫ হাজার ১ থেকে ৭ হাজার ৫০০ টাকার মধ্যে। পরবর্তী সর্বোচ্চ সংখ্যা হলো ৫ লাখ ৮৫ হাজার ৪২২, যাদের আয় ২ হাজার ৫০১ থেকে ৫ হাজার টাকার মধ্যে। শ্রমজীবী শিশু যারা ১৪ থেকে ১৭ বছর বয়সী, তাদের উপার্জন বেশি এবং এ বয়সের ১৩ লাখ ৪৮ হাজার ৯০২ জন শ্রমজীবী শিশু রয়েছে। ১০ লাখ ৩৫ হাজার শ্রমজীবী শিশুর মধ্যে ৪ লাখ ৭২ হাজার ৭২৮ জনের মাসিক আয় ৭ হাজার ৫০১ টাকা। ১২ থেকে ১৩ বছর বয়সী শিশুদের মধ্যে ২৭ লাখ ৬৪ হাজার ৮২৭ জন শ্রমজীবী শিশু রয়েছে, যাদের মাসিক আয় ২ হাজার ৫০১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ৫ থেকে ১১ বছর বয়সের ১ লাখ ৬৮ হাজার ৩৮০ জন শিশু প্রতি মাসে ২ হাজার ৫০১ থেকে ৫ হাজার টাকা আয় করে।

খাতভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত শিশুশ্রম সরকার আনুষ্ঠানিকভাবে ৪৩টি খাতকে ঝুঁকিপূর্ণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিবিএস সরকারঘোষিত এই ঝুঁকিপূর্ণ তালিকা থেকে খাতভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত শিশুশ্রম জরিপ-২০২৩ পরিচালনার জন্য পাঁচটি খাত নির্বাচন করেছে। এগুলো হলো মাছ, কাঁকড়া, শামুক বা ঝিনুক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ও শুঁটকি উৎপাদন; জুতা উৎপাদন; লোহা ও ইস্পাত ঢালাই (ওয়েল্ডিং কাজ বা গ্যাস বার্নার মেকানিকের কাজ); মোটর যানবাহনের রক্ষণাবেক্ষণ ও মেরামত (অটোমোবাইল ওয়ার্কশপ) এবং ব্যক্তিগত ও গৃহস্থালি সামগ্রীর মেরামত (অনানুষ্ঠানিক এবং স্থানীয় টেইলারিং ও পোশাক খাত)। এ পাঁচটি খাতে ৪০ হাজার ৫২৫টি প্রতিষ্ঠান রয়েছে। এ পাঁচটি ঝুঁকিপূর্ণ খাতে ৫ থেকে ১৭ বছর বয়সী ৩৮ হাজার ৮ জন শিশু কাজ করছে। ঝুঁকিপূর্ণ খাতে কাজে নিয়োজিত শিশুদের মধ্যে ৯৭ দশমিক ৫ শতাংশ ছেলে এবং ২ দশমিক ৫ শতাংশ মেয়ে। এই পাঁচটি খাতে শ্রমজীবী মোট শিশুর সংখ্যা হলো যথাক্রমে শুঁটকি মাছ উৎপাদনে ৮৯৮, চামড়ার তৈরি পাদুকা তৈরিতে ৫ হাজার ২৮১, ওয়েল্ডিং বা গ্যাস বার্নার মেকানিকের কাজে ৪ হাজার ৯৯, অটোমোবাইল ওয়ার্কশপে ২৪ হাজার ৯২৩ এবং অনানুষ্ঠানিক এবং স্থানীয় টেইলারিং বা পোশাক খাতে ২ হাজার ৮০৫ জন। এ পাঁচটি ঝুঁকিপূর্ণ খাতের শ্রমজীবী শিশুদের সবচেয়ে বেশি কাজ করে অটোমোবাইল খাতে। এই খাতে কর্মরত শিশুর ৩৫ দশমিক ৭ শতাংশ পল্লি এবং ৬৪ দশমিক ৩ শতাংশ শহর এলাকায় বসবাস করে। এসব শিশুর মধ্যে আনুমানিক ১৯ দশমিক ১ শতাংশ ছেলে এবং ৭ দশমিক ৭ শতাংশ মেয়ে।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোর্শেদ কালবেলাকে বলেন, ‘সরকার ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নিলেও সেটি বাস্তবায়ন সম্ভব নয়। কারণ শিশুশ্রম বন্ধ করতে হলে রাষ্ট্রের সামাজিক এবং আর্থিক কাঠামো পরিবর্তন করতে হবে। যে শিশু কাজ করে পরিবারকে সাপোর্ট দেয়, তার পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। এই দায়িত্ব নেওয়ার সক্ষমতা রাষ্ট্রের নেই। তাই মহাপরিকল্পনা ছাড়া এটি বন্ধ করা সম্ভব নয়।’

এ বিষয়ে শিশু সুরক্ষা বিশেষজ্ঞ লায়লা খন্দকার কালবেলাকে বলেন, ‘সদিচ্ছার অভাবে শিশুশ্রম নির্মূল করা যাচ্ছে না। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি, কিন্তু শিশুশ্রম বন্ধ করতে পারছি না। বিষয়টি লজ্জার, একই সঙ্গে আমাদের লক্ষ্যমাত্রার সঙ্গে সাংঘর্ষিক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

১০

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

১১

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

১২

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

১৩

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

১৪

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

১৫

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১৬

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

১৭

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

১৮

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

১৯

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

২০
X