আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত। ছবি : সংগৃহীত
আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত। ছবি : সংগৃহীত

একটি সম্মানজনক ও প্রতিষ্ঠিত পেশা যে কারও সামাজিক, অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি একটি জাতির অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখে। ফলে অনেকেরই অভীষ্ট লক্ষ্য হয়ে ওঠে একটি উন্নত করপোরেট চাকরি; যার মাধ্যমে পেশাগত উন্নয়নের সাথে-সাথে রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও আত্মনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। আর পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য গতানুগতিক ও সাধারণ শিক্ষার তুলনায় একটি পেশাগত ডিগ্রির ভূমিকা অপরিসীম।

আমাদের জনশক্তির একটি বৃহৎ অংশ বর্তমানে দেশের করপোরেট সেক্টরে কর্মরত। করপোরেট সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা ও এর উন্নয়নের মানেই হল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রাখার সুবর্ণ সুযোগ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে চার্টার্ড সেক্রেটারির মত ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী পেশাগত ডিগ্রির চাহিদা অত্যন্ত বেশি। কেননা এই পেশাগত ডিগ্রি যে কারও কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ যোগ্যতা হিসেবে কাজ করে। আর এখানেই অন্যান্য প্রতিষ্ঠান হিসেবে দেশের করপোরেট খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলায় প্রত্যক্ষ ভূমিকা রাখছে ‘ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)’। ইনস্টিটিউটটি ‘চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০’ এর অধীনে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ও আর্থিক সহায়তায় পরিচালিত একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, যেটি দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়ন, বিকাশ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি বিশেষায়িত সংস্থা হিসেবে পরিচালিত হচ্ছে।

করপোরেট ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাসহ সার্বিক নিয়মতান্ত্রিকতা প্রতিষ্ঠা করাই চার্টার্ড সেক্রেটারি পেশার মূল উদ্দেশ্য। এ কারণে সারা বিশ্বে চার্টার্ড সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হিসেবে সুপরিচিত। তাছাড়া কোম্পানিকে লাভজনক ও যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সুশাসন ও বিভিন্ন ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতা প্রতিষ্ঠা করাও এ পেশার গুরুত্বপূর্ণ কাজ। এ জন্য এই পেশায় নিয়োজিত ব্যক্তিকে আইনি পরিপালন, হিসাব ও ব্যবসা প্রশাসন সংক্রান্ত বিষয়ে হয়ে উঠতে হয় দক্ষ, অভিজ্ঞ ও কৌশলী।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি, ব্যাংক, বিমা ও বাণিজ্য প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি, চিফ কমপ্লায়েন্স অফিসার, চিফ রেগুলেটরি অফিসার, সেক্রেটারিয়াল অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইনকাম ট্যাক্স বা ভ্যাট কনসালট্যান্ট প্র্যাকটিশনার ইত্যাদি পদ সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এই পেশাগত ডিগ্রি অর্জনের পর স্বাধীনভাবে প্রাইভেট সেক্রেটারিয়াল প্র্যাকটিশনার হিসেবেও কাজ করার সুযোগ রয়েছে। এসব পদের জন্য উপযুক্ত প্রার্থীর অভাব কোম্পানি সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়। তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশ সরকারের চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘আইসিএসবি’ এই পেশার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইসিএসবি একটি ১৮-সদস্য বিশিষ্ট কাউন্সিল দ্বারা পরিচালিত; যার মধ্যে ১৩ জন ইনস্টিটিউটের সদস্যবৃন্দের মধ্য হতে নির্বাচিত এবং অপর ৫ জন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস হতে সরকার কর্তৃক মনোনীত হয়ে থাকেন। বর্তমানে আইসিএসবি সদস্য সংখ্যা প্রায় সাত শত; যারা দেশের স্বনামধন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, বাণিজ্যিক ব্যাংক-ইন্সুরেন্স ইত্যাদিসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন।

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি ‘ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) হতে চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি অর্জনের মাধ্যমে বৃহৎ এক পেশাগত নেটওয়ার্ক সৃষ্টি হয়; কর্মদক্ষতা বৃদ্ধি, চাকুরিক্ষেত্রে পদোন্নতি সহ নতুন চাকরির যেই সুযোগ সৃষ্টি হয়, তার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।

চার্টার্ড সেক্রেটারি একটি পেশাগত বা প্রফেশনাল কোর্স; যাতে ভর্তির দুটি প্রবেশদ্বার রয়েছে। একটি ‘সার্টিফিকেট লেভেল-১’, ও অপরটি ‘ফাউন্ডেশন লেভেল’। ‘সার্টিফিকেট লেভেল-১’ এ ভর্তির আবেদন করতে হলে বাণিজ্য শাখায় ন্যূনতম স্নাতক (বি.কম/বি.কম-অনার্স/বিবিএ/বিবিএস) ডিগ্রিধারী, যারা স্নাতক পর্যায় পর্যন্ত ন্যূনতম ৬-পয়েন্টের অধিকারী হতে হবে। এছাড়াও এমবিএ ডিগ্রিধারী যারা, তারাও সরাসরি এই লেভেলে আবেদন করতে পারবেন। এছাড়াও, সমধর্মী স্বীকৃত পেশাগত ডিগ্রি থাকলেও ‘সার্টিফিকেট লেভেল-১’ এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

অপরদিকে বাণিজ্য শাখা ব্যতীত অন্যান্য শাখা/বিভাগ হতে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ চার্টার্ড সেক্রেটারি কোর্সের ‘ফাউন্ডেশন লেভেল’-এ ভর্তির আবেদন করতে হবে। এছাড়াও এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত জিপিএ ৮.০০ (আট) প্রাপ্ত প্রার্থীরাও ‘ফাউন্ডেশন লেভেল’-এ ভর্তি হতে পারবেন। ইংরেজি মাধ্যমের আবেদনকারীদের ঙ-খবাবষ এ ৫টি বিষয়ে ন্যূনতম ৩০ পয়েন্ট ও অ-খবাবষ এ ২টি বিষয়ে ন্যূনতম ১২ পয়েন্ট থাকতে হয়। ‘ফাউন্ডেশন লেভেল’-এর ৪টি বিষয় সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীরা ‘সার্টিফিকেট লেভেল-১’ ভর্তির যোগ্যতা অর্জন করবে।

লেখক : আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, চেয়ারম্যান, এডুকেশন কমিটি, আইসিএসবি

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে : বুলু

হাসিনা গেল, কিন্তু হাসিনার পুলিশ গেল না : ফাইয়াজ

‘নগদ’র জন্য বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ গরু ও ২ লাখ টাকা লুট

গাজার অসহায় মানুষের পাশে বাংলাদেশি ৪ তরুণ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দুর্গাপূজা পর্যন্ত বহাল

বরিশাল নার্সিং কলেজে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় / এআই ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা করা হয়নি : জুলাই ঐক্য

চবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তপ্ত ক্যাম্পাস

১০

রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু বৃহস্পতিবার 

১১

শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক, ভিডিও ভাইরাল

১২

ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

১৩

যুক্তরাজ্যে সর্বোচ্চ যৌন অপরাধ করে ভারতীয়রা

১৪

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

১৫

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি

১৬

বনজ কুমারের মামলায় খালাস পেলেন ইলিয়াস

১৭

নদীতে চর ধসে আতঙ্কে শতাধিক পরিবার

১৮

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে যে ভয়াবহ রোগ

১৯

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই 

২০
X