ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

ভাড়া করা মেসের কক্ষে সরকারি অফিসের হাজারো খতিয়ান, দলিল ও গুরুত্বপূর্ণ নথি। ছবি : কালবেলা
ভাড়া করা মেসের কক্ষে সরকারি অফিসের হাজারো খতিয়ান, দলিল ও গুরুত্বপূর্ণ নথি। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মচারী মোজাম্মেল। সরকারি অফিসের হাজারো খতিয়ান, দলিল ও গুরুত্বপূর্ণ নথি দিয়ে নিজের ভাড়া করা মেসের কক্ষকে একরকম ‘মিনি অফিসে’ পরিণত করেছেন তিনি।

অভিযোগ উঠেছে, এসব সরকারি নথি ব্যবহার করে তিনি জমির মালিকদের সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেন করতেন। এসব কাজে তার ঘরকেই কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টায় ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া এলাকার একটি মেসে ওই কর্মচারীর কক্ষ থেকে প্রায় তিন হাজার খতিয়ান ও সরকারি ফাইল পাওয়া যায়।

সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার বিছানার নিচে এবং ঘরের যত্রতত্র স্তূপাকারে রাখা হয়েছে এসব গুরুত্বপূর্ণ নথি, যা আইনত সরকারি রেকর্ডরুমে বা কোষাগারে সংরক্ষিত থাকার কথা।

গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা ওই মেসে যান। এ সময় অভিযুক্ত কর্মচারীসহ আরও দুই ব্যক্তিকে তার কক্ষে আলাপচারিতারত অবস্থায় পাওয়া যায়।

ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, বিছানার ওপর ও নিচে বান্ডিল আকারে রাখা হয়েছে জমির খতিয়ান, আরএস খতিয়ানের ফাইল এবং বিভিন্ন দলিল। এসব নথির মাধ্যমে তিনি জমির নামজারি, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে অর্থ নিতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের মুখে অভিযুক্ত কর্মচারী প্রথমে হতভম্ব হয়ে যান। শত শত সরকারি নথি ব্যক্তিগত কক্ষে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো অফিসেরই সম্পদ। বৃষ্টির কারণে অফিসে নিয়ে যেতে পারিনি। হেড অফিস থেকে এনেছিলাম, কাল সকালেই অফিসে পৌঁছে দেব।’

তিনি স্বীকার করেন, এভাবে ব্যক্তিগত কক্ষে সরকারি নথি রাখাটা তার অন্যায় হয়েছে। তিনি আরও বলেন, ‘এখানে এগুলো রাখার কোনো অধিকার আমার নেই। আমার ভুল হয়েছে।’

তবে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, তার সঙ্গে থাকা ব্যক্তিরা তার পরিচিত এবং তারা সবজি ব্যবসা করেন। নিছক দেখা করার জন্যই তারা এসেছিলেন বলে তিনি দাবি করেন।

এদিকে, একজন সরকারি কর্মচারীর ব্যক্তিগত হেফাজতে বিপুল জমির দলিল ও খতিয়ানের মতো সংবেদনশীল নথি পাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি নথি এভাবে বাইরে থাকায় জালিয়াতি ও ভূমিদস্যুতার সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার সাইফুদ্দিন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন।

কোনো কর্মচারীরই সরকারি নথি ব্যক্তিগত হেফাজতে রাখার এখতিয়ার নেই উল্লেখ করে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

উদ্বোধন হলো বিএসটিআই-এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

১০

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

১১

এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনি ক্যানসারে ভুগছেন

১২

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

১৩

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

১৪

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

১৫

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

১৬

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

১৭

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত

১৯

সাভারে তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা

২০
X