ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

ভাড়া করা মেসের কক্ষে সরকারি অফিসের হাজারো খতিয়ান, দলিল ও গুরুত্বপূর্ণ নথি। ছবি : কালবেলা
ভাড়া করা মেসের কক্ষে সরকারি অফিসের হাজারো খতিয়ান, দলিল ও গুরুত্বপূর্ণ নথি। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মচারী মোজাম্মেল। সরকারি অফিসের হাজারো খতিয়ান, দলিল ও গুরুত্বপূর্ণ নথি দিয়ে নিজের ভাড়া করা মেসের কক্ষকে একরকম ‘মিনি অফিসে’ পরিণত করেছেন তিনি।

অভিযোগ উঠেছে, এসব সরকারি নথি ব্যবহার করে তিনি জমির মালিকদের সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেন করতেন। এসব কাজে তার ঘরকেই কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টায় ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া এলাকার একটি মেসে ওই কর্মচারীর কক্ষ থেকে প্রায় তিন হাজার খতিয়ান ও সরকারি ফাইল পাওয়া যায়।

সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার বিছানার নিচে এবং ঘরের যত্রতত্র স্তূপাকারে রাখা হয়েছে এসব গুরুত্বপূর্ণ নথি, যা আইনত সরকারি রেকর্ডরুমে বা কোষাগারে সংরক্ষিত থাকার কথা।

গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা ওই মেসে যান। এ সময় অভিযুক্ত কর্মচারীসহ আরও দুই ব্যক্তিকে তার কক্ষে আলাপচারিতারত অবস্থায় পাওয়া যায়।

ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, বিছানার ওপর ও নিচে বান্ডিল আকারে রাখা হয়েছে জমির খতিয়ান, আরএস খতিয়ানের ফাইল এবং বিভিন্ন দলিল। এসব নথির মাধ্যমে তিনি জমির নামজারি, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে অর্থ নিতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের মুখে অভিযুক্ত কর্মচারী প্রথমে হতভম্ব হয়ে যান। শত শত সরকারি নথি ব্যক্তিগত কক্ষে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো অফিসেরই সম্পদ। বৃষ্টির কারণে অফিসে নিয়ে যেতে পারিনি। হেড অফিস থেকে এনেছিলাম, কাল সকালেই অফিসে পৌঁছে দেব।’

তিনি স্বীকার করেন, এভাবে ব্যক্তিগত কক্ষে সরকারি নথি রাখাটা তার অন্যায় হয়েছে। তিনি আরও বলেন, ‘এখানে এগুলো রাখার কোনো অধিকার আমার নেই। আমার ভুল হয়েছে।’

তবে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, তার সঙ্গে থাকা ব্যক্তিরা তার পরিচিত এবং তারা সবজি ব্যবসা করেন। নিছক দেখা করার জন্যই তারা এসেছিলেন বলে তিনি দাবি করেন।

এদিকে, একজন সরকারি কর্মচারীর ব্যক্তিগত হেফাজতে বিপুল জমির দলিল ও খতিয়ানের মতো সংবেদনশীল নথি পাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি নথি এভাবে বাইরে থাকায় জালিয়াতি ও ভূমিদস্যুতার সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার সাইফুদ্দিন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন।

কোনো কর্মচারীরই সরকারি নথি ব্যক্তিগত হেফাজতে রাখার এখতিয়ার নেই উল্লেখ করে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

এবার ভারত থেকে বিশ্বকাপই সরিয়ে নেওয়ার দাবি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে রাষ্ট্র ও সংবিধানে কী কী পরিবর্তন আসবে

হঠাৎ নিপা ভাইরাস আতঙ্ক, ভারতে বিশ্বকাপ হবে তো?

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

১০

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

১১

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১২

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

১৩

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

১৪

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১৫

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১৬

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১৭

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১৮

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১৯

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

২০
X