বশির হোসেন, খুলনা
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৭:২০ এএম
প্রিন্ট সংস্করণ

উপকূলজুড়ে বিশুদ্ধ পানির হাহাকার

মিঠাপানির আধারে লবণাক্ত পানি
পানিতে থৈথৈ করছে ঘরসহ পুরোগ্রাম। ছবি : কালবেলা
পানিতে থৈথৈ করছে ঘরসহ পুরোগ্রাম। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের কারণে জোয়ারের পানিতে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের লিটু সরদারের ঘরের অধিকাংশ জিনিসপত্র ভেসে গেছে। ঘরের মধ্যে এখনো কোমর পানি। পানিতে থইথই করছে তার ঘরসহ পুরো গ্রাম। চারদিকে এত পানি থাকলেও কোথাও এতটুকু বিশুদ্ধ পানি নেই। অনেক দূর হেঁটে গিয়ে রাস্তার ওপর মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পানীয় জল আনতে হচ্ছে তাকে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনার উপকূলীয় অঞ্চলে মিঠাপানির আধারগুলোতে ঢুকে পড়েছে জোয়ারের লবণাক্ত পানি। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১৩টি গ্রাম জোয়ারের পানিতে ভাসছে। বিশুদ্ধ পানি না থাকায় গ্রামগুলোর প্রায় ১৫ হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসী একাধিকবার রিং বাঁধ নির্মাণ করে জোয়ারের পানির প্রবেশ ঠেকানোর চেষ্টা করেছে। কিন্তু কিছুতে কাজ হচ্ছে না। উল্টো জোয়ারের পানি নির্মাণাধীন বাঁধ ভেঙে বারবার প্লাবিত করছে গ্রাম। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণকাজ শুরু করেছে। সঙ্গে যোগ দিয়েছেন গ্রামবাসী।

শুধু পাইকগাছার ১৩টি গ্রাম নয়; খুলনার দাকোপ, কয়রা উপজেলাসহ সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর এবং বাগেরহাটের শরণখোলায় ৬৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি। পরিপূর্ণ বাঁধ নির্মাণ না হওয়ায় রিমালের চার দিন পরও জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে সবকিছু। গতকাল ফের ভাঙনের মুখে পড়ে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের দশালিয়া গ্রামটি। এই গ্রামের ১৫ হাজার মানুষ বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। শরণখোলার রায়েন্দার কয়েকটি গ্রামের মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতে, খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা এবং সুতারখালী ইউনিয়নের মানুষের পানীয় জলের আধার নষ্ট করেছে রিমাল। বৃষ্টির পানি সংরক্ষণ করে যেসব ট্যাঙ্কে রাখা হতো, সেগুলোর বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে সংরক্ষিত পানি। জোয়ারের পানি ঢোকায় সুতারখালী চেয়ারম্যানবাড়ি পুকুরসহ মিঠাপানির আধার কয়েকটি পুকুরের পানি লবণাক্ত হয়ে গেছে। ফলে এসব এলাকায় পানীয় জলের হাহাকার চলছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের দুঃখ যেন কোনোভাবেই কাটছে না। আইলার আঘাতের ১৫ বছর পার হলেও এখনো এই গ্রামের মানুষ তা কাটিয়ে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে রিমালের আঘাতে ফের লন্ডভন্ড হয়ে গেছে এই গ্রাম। বাঁধ উপচে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। বিশুদ্ধ পানি নেই গ্রামের কোথাও। তাই অগভীর নলকূপের নোনাপানি পান করতে বাধ্য হচ্ছে এই গ্রামের মানুষ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আকমল হোসেন বলেন, এই অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানির আধার কিছু পুকুর ছিল, যা সরকারিভাবে খনন করা হয়েছিল। মানুষ এসব আধার থেকে পানীয় জল সংগ্রহ করত। কিন্তু জোয়ারের কারণে সেই আধারগুলোর পানি নষ্ট হয়ে গেছে। বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও পাইকগাছার দেলুটি, দাকোপের বটবুনিয়া বাজার, পানখালীর খালসিতে মোবাইল ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করছি। এ ছাড়া এলাকাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে। সংকট অনেকটাই কেটে গেছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে বিশুদ্ধ পানির সংকট কেটে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১০

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১১

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

১২

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

১৩

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

১৪

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

১৫

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

১৬

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

১৭

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

১৮

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

১৯

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

২০
X