১) যুক্তরাষ্ট্রের পশ্চিমে খরা কাটাতে বিমানে করে আকাশে ছিটানো হয় সিলভার আয়োডাইড। যাকে বলে মেঘের বীজবপন। যা বেশি করে তুষারপাত ঘটাবে।
২) আগে আতশবাজি হিসেবে ব্যবহার করা হতো বাঁশ। বাঁশের ভেতরকার ফাঁপা জায়গার বাতাস প্রচণ্ড উত্তপ্ত হলে শব্দ করে ফেটে ওঠে।
৩) এ বছরের জানুয়ারিতে সুইডেনের ওলে লুনডিন তার শরীরের ৪৬টি জয়েন্টে শব্দ তৈরি করে রেকর্ড গড়েছেন।
মন্তব্য করুন