এ সময়ের দূষণ আর মানসিক চাপে জেরবার হয় ত্বক। এতে দেখা দেয় চামড়ার জ্বলুনি, ব্রণ, দাগ আর ব্ল্যাকহেডের মতো সমস্যা। এসব দূর করতে স্যান্ডালউড বা চন্দনকাঠ হতে পারে কার্যকর আয়ুর্বেদিক সমাধান।
চন্দনের উপকার
সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচাতে চন্দন তেল বেশ উপকারী। এটি প্রদাহ কমায়।
ব্রণ বা সূর্যের তাপে সৃষ্ট জ্বলুনি কমাতে সাহায্য করে চন্দন। চন্দন কাঠের তেল পোকামাকড়ের কামড় বা অন্য কোনো ক্ষত হলে সেটাও সারায়।
চন্দন কাঠ স্কিন প্রোটিনের মাত্রা বাড়ায়। এতে ত্বকের ব্রেকআউট, অ্যালার্জি বা জ্বলুনিও কমে। এটি ত্বকের নরম টিস্যুতে সংকোচন তৈরি করে ত্বকের ছিদ্রগুলোকে শক্ত করে। যে কারণে ফেসপ্যাকগুলোতে চন্দন কাঠ ব্যবহার করা হয়।
স্যান্ডালউডে আছে অ্যান্টিসেপটিক উপাদান। ব্রণ ও ব্রণের দাগ কমায়। আবার দূষণের কারণে ত্বকে যে ব্যাকটেরিয়া জমে, সেটাও কমায় চন্দনের গুঁড়া।
চন্দনের ফেসপ্যাক
এক টেবিল চামচ চন্দন তেলে এক চিমটি হলুদ ও কর্পূর মিশিয়ে তৈরি প্যাক সারা মুখে লাগান। ব্রণ, দাগ ও ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে সারা রাত রেখে দিন মুখে। আবার এক টেবিল চামচ চন্দন গুঁড়া, এক চা চামচ নারিকেল তেল ও সামান্য লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
মুখের কালো ছোপ দূর করতে এক টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে নারিকেল তেল মিশিয়ে সারা মুখে ম্যাসাজ করুন। রাতভর রেখে পরে ধুয়ে ফেলুন।
এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ দই, এক চা চামচ মধু, আর সামান্য লেবুর রসে এক টেবিল চামচ চন্দন গুঁড়া মিশিয়ে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন। পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রোদ পোড়া ভাব কমাবে।
ত্বক নরম করতে মুখে চন্দন কাঠের তেল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এরপর সারা রাত রেখে সকালে কুসুম গরম পানিতে ধুয়ে নিন।
মন্তব্য করুন