কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

পাল্টাচ্ছে আর্থিক খাতের চিত্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের ইতিহাসে এক কঠিন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আজ ৮ আগস্ট এক বছর পূর্ণ করছে। শেখ হাসিনার দীর্ঘ সময়ের ক্ষমতার অবসান, আর্থিক খাতে লাগামছাড়া দুর্নীতি, অনিয়ন্ত্রিত অর্থ পাচার ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে জনরোষের পটভূমিতে গঠিত হয় নতুন এই সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের পরপরই শুরু হয় আর্থিক খাতের পূর্ণ সংস্কার। এর আওতায় ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা ফেরানো, দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করা, খেলাপি ঋণ পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রানীতির ভারসাম্য বজায় রাখা এবং রেমিট্যান্স প্রবাহ জোরদারের কার্যক্রমে এক অভূতপূর্ব অগ্রগতি দেখা দিয়েছে।

চার বিলিয়ন ডলারের বিদেশি ঋণ পরিশোধ: অন্তর্বর্তী সরকারের এক বছরের মধ্যে বাংলাদেশ ৪ দশমিক শূন্য ৮৭ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ২ দশমিক ৫৯৫ বিলিয়ন ডলার ছিল মূলধন এবং ১ দশমিক ৪৯১ বিলিয়ন ডলার সুদ। আগের অর্থবছরের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ২১ শতাংশ। এই ঋণ পরিশোধের চাপ বেড়েছিল মূলত মেগা প্রকল্পের এবং মহামারি চলাকালে নেওয়া জরুরি বাজেট সহায়তা ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায়। এতে সরকারের ওপর আর্থিক চাপ বাড়লেও দেশের ঋণ পরিশোধ সক্ষমতা ও বিশ্বস্ততা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

রেমিট্যান্সে সর্বোচ্চ রেকর্ড ৩০.৩৩ বিলিয়ন ডলার: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। হুন্ডি প্রতিরোধে প্রচারাভিযান, প্রণোদনা বৃদ্ধি ও আইনি পদক্ষেপের ফলে বৈধ চ্যানেলে টাকা পাঠানো বেড়েছে। শুধু মার্চ মাসেই এসেছে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও এসেছে ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।

ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে: রেমিট্যান্স ও বৈদেশিক ঋণ প্রবাহ বৃদ্ধির ফলে ডলার বাজারে স্থিতিশীলতা এসেছে। ২০২৫ সালের জুলাইয়ে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২১ টাকা ৬০ পয়সার মধ্যে ছিল। জুনে ৫ বিলিয়ন ডলারের ঋণ আগমনের ফলে রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

ওভার ইনভয়েসিং হ্রাস: গত এক বছরে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের যৌথ তৎপরতায় ওভার ইনভয়েসিং উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় ১০০টি এলসি স্থগিত করা হয়েছে এবং মসলা, প্রযুক্তিপণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্য যাচাই করে তদন্ত চলছে। দামি যন্ত্রাংশে অতিমূল্যায়ন করে অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকৃত তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে উদ্যোগ: বাংলাদেশ ব্যাংক এখন থেকে পূর্ণাঙ্গ খেলাপি ঋণের তথ্য নিয়মিত প্রকাশ করছে। ২০২৫ সালের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এ ছাড়া ৩৫টি ব্যাংকে ১ হাজার ৮০০ জন ইচ্ছাকৃত খেলাপিকে চিহ্নিত করা হয়েছে, যাদের দায় ৭০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে আন্তর্জাতিক মানের অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) অনুসরণে বাধ্য করেছে, ফলে গোপন ক্ষতগুলো প্রকাশ পাচ্ছে।

ভবিষ্যতের ভারসাম্য রক্ষায় উদ্যোগ:

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ নতুন বৈদেশিক ঋণ চুক্তি করেছে ৮ দশমিক ৩২৩ বিলিয়ন ডলারের, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২২ শতাংশ কম। সরকারের এই সংযত মনোভাব ভবিষ্যতের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

১০ গ্রুপের ঋণ অনিয়মে যৌথ তদন্ত:

২০২৫ সালের জানুয়ারিতে সরকার ১০টি আলোচিত শিল্পগোষ্ঠীর ঋণ অনিয়ম তদন্তে যৌথ অনুসন্ধান কমিটি গঠন করে। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, সিআইডি, এনবিআর এবং বিএফআইইউর সমন্বয়ে এ কমিটি গঠিত হয়। অভিযুক্তদের তালিকায় রয়েছে—এস আলম, বেক্সিমকো, সামিট, জেমকন, নাসা, আরামিটসহ কয়েকটি প্রভাবশালী প্রতিষ্ঠান। এসব গ্রুপের খেলাপি ঋণ ছাড়িয়েছে ৫১ হাজার ৬৬৩ কোটি টাকা, যেখানে বেক্সিমকোর একাই রয়েছে ২০ হাজার কোটির বেশি।

রাজস্ব প্রশাসনে বড় রদবদল: এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে। এতে কর আদায়ে স্বচ্ছতা ও দক্ষতা বেড়েছে। যদিও শুরুর দিকে কিছু কর্মচারীর বিরূপ প্রতিক্রিয়া এবং এ নিয়ে আন্দোলন শুরু করে। পরে সরকারের কঠোর অবস্থানের কারণে তা নিয়ন্ত্রণে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

১০

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

১১

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

১২

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

১৩

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

১৪

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

১৫

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

১৬

অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

১৭

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

১৮

বছরের প্রথম সুপারমুন আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৯

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০
X