দুই হাতে সুতো পেঁচিয়ে ঘোরানো যায় স্পিনার। আর সেই স্পিনারের দুই পাশে রঙিন নকশা করা থাকলে ঘোরার সময় মনে হবে যেন আস্ত একটা ললিপপ
সাদা কাগজ, কার্ডবোর্ড, নানা রঙের মার্কার পেন, কাঁচি, বোর্ড ফুটো করার জন্য তীক্ষ্ম কিছু, গ্লু ও শক্ত দেখে সুতো।
একই আকারে গোল করে দুটো সাদা কাগজ কেটে নাও। এক প্রান্তে নানা রঙের প্যাটার্ন তৈরি করো। যত বেশি রং করবে স্পিনার ঘুরলে তত সুন্দর দেখাবে।
এবার কাগজের মাপে কেটে নাও একটা শক্ত কার্ডবোর্ড। কার্ডবোর্ডের দুই প্রান্তে আঠা দিয়ে জুড়ে দাও কাগজ দুটো।
কার্ডবোর্ডের ঠিক মাঝে কম্পাসের কাঁটা দিয়ে পাশাপাশি দুটো ফুটো করে নাও। ওই ফুটো দিয়ে সুতো ঢোকানের পর সুতোই খোলা দুই প্রান্ত বেঁধে দাও।
ছবির মতো করে সুতো ধরে একবার টেনে আবার ঢিল দিলেই দেখবে ধীরে ধীরে স্পিনারের ঘোরার গতি বাড়ছে। যত জোরে ঘুরবে ততই দেখবে রংগুলো সব মিলেমিশে একাকার।