

বছরটি যেন নিজের মতো করে উপভোগ করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এ বছর তার ব্যক্তিজীবন ও অভিনয় ক্যারিয়ারে নতুন করে বসন্ত এসেছে। নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে হয়েছেন প্রশংসিত। এরপর গত ২৩ জুন অভিনেত্রী জীবনের নতুন অধ্যায় শুরু করেন। দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন। এদিকে চলতি বছর সেপ্টেম্বরে বি-টাউনে ১৪ বছর হতে যাচ্ছে তার। এ ছাড়া গত ১১ জুলাই জি৫ প্ল্যাটফর্মে তার ‘কাকুদা’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
সবকিছু মিলিয়ে বছরটি সোনাক্ষীর জন্য অনেক দিক থেকে স্পেশাল। ২০১০ সালে দাবাং সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান তিনি। প্রথম সিনেমা দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন লম্বা সময়ের জন্য এসেছেন। সালমানের বিপরীতে অভিনয় করে যেমন প্রশংসিত হন, তেমনি নজরে আসেন বলিউডের বাঘা বাঘা নির্মাতার। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করে নিয়ে যান সাফল্যের শিখরে। এ সময়ে সোনাক্ষীকে কখনো দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এ বছর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের মাধ্যমে সেটিও করা হয়ে গেছে তার। এ ছাড়া মুক্তি পাওয়া নতুন সিনেমা কাকুদাতেও তাকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি বছর পার করছেন এ অভিনেত্রী।
হরর-কমেডি ধাঁচের ‘কাকুদা’ সিনেমাটি পরিচালনা করেছেন ‘মুনজ্যা’খ্যাত পরিচালক আদিত্য সার্পোতদার। এতে সোনাক্ষী ছাড়া আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিমের মতো তারকা।