কুড়িগ্রামে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুড়িগ্রাম কালীবাড়ি সংলগ্ন কালবেলা অফিসে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর আয়োজনে র্যালিটি কালীবাড়ি থেকে কুড়িগ্রাম সুপার মার্কেটে প্রদক্ষিণ করে। পরে সবার উপস্থিতিতে কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন মো. উমর ফারুখ (সাবেক এমপি), সাংবাদিক মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিক, সাবেক মেয়র মো. শরিফ উদ্দিন রিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলা কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান (দৈনিক সংগ্রাম), আব্দুল্লা সাহেদ (ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক আমার দেশ), ফজলুল করিম ফারাজি (নাগরিক টিভি), জুয়েল রানা (দেশ টিভি), এমজি রাব্বুল ইসলাম পাপ্পু (দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি) ও সাংবাদিক আলমগীরসহ অন্যরা। অনুষ্ঠানে দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামানা করে দোয়া করা হয়।
মন্তব্য করুন