ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে দৈনিক কালবেলার ব্যুরো প্রধান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দৈনিক কালবেলা স্বল্পসময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারও মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছে। দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রোকনুজ্জামান সরকার বলেন, ‘সত্য, সুন্দর ও সাহস’— এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নবযাত্রার তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দৈনিক কালবেলা। নতুন বাংলাদেশে তথ্য সন্ত্রাসকে রুখে দিতে এবং হলুদ সাংবাদিকতাকে প্রতিহত করতে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জায়গায় দায়বদ্ধতা নিয়ে সামনে এগিয়ে আসবে, প্রিন্ট ও অনলাইন ভার্সন উভয় ক্ষেত্রেই তারা জাতির কাছে একটি বিশ্বস্ত গণমাধ্যমে পরিণত হবে— এমনটাই আমাদের প্রত্যাশা।
মহানগর জামাতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, কালবেলা মানুষকে উৎসাহিত করেছে। আমি মনে করি, সংবাদপত্রের এই ভূমিকা অতুলনীয়। জনগণের কাছে এটা সমাদৃত হয়েছে। মানুষ আশাবাদী হয়েছে। আশা করি, সামনের দিনগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে কালবেলাও এ দেশের মানুষের মন-মানসিকতা অনুযায়ী, বিশেষ করে ধর্মীয় যে চেতনা, সেটা লালন করে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক, অ্যাড. এমএ হান্নান খান, মাহাবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরার্দী হোসেন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, যুগান্তরের ব্যুরো আতাউল করিম খোকন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাইফল ইসলাম, এনটিভির ব্যুরো প্রধান এম আইয়ুব আলী, এখন টেলিভিশনের ব্যুরো হারুনুর রশিদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন শাহীদ, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, সুজন মহানগর সম্পাদক আলী ইউসুফ, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া আহম্মেদ শাহীন প্রমুখ।
মন্তব্য করুন