মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটাসহ প্রীতি ভোজের আয়োজন করা হয়।
জেলা প্রতিনিধি কেএম রাশেদ কামালের ব্যবস্থাপনা ও চ্যানেল আইয়ের প্রতিনিধি মো. রাহাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।
প্রধান অতিথি তার বক্তব্যে কালবেলার বিগত দিনের সাহসী সংবাদ প্রচারের ভূয়সী প্রশংসাসহ আগামী দিনে কালবেলার সাহসী পদক্ষেপ অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধসহ সাংবাদিক সাগর-রুনি হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, আলহাজ শফিক স্বপন, অ্যাডভোকেট আবুল হাসান সোহেল, সাংবাদিক অজয়কুন্ড, জসিম, ফাইজুল শরীফ, আল মামুন প্রমুখ। অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বাংলাদেশ প্রতিদিনের মাদারীপুর প্রতিনিধি ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন দৈনিক কালবেলার মাদারীপুর জেলা প্রতিনিধি কেএম রাশেদ কামাল।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
মন্তব্য করুন