তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০২:৪৫ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

তিন নায়িকার লড়াই

তিন নায়িকার লড়াই

আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস। দিনটি কেন্দ্র করে দেশটিতে সরকারি ছুটি দেওয়া হয়। তাই সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এদিন মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। যার জন্য এ বছরের সবচেয়ে বড় সিনেমেটিক যুদ্ধের জন্যও প্রস্তুত নির্মাতারা। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত তিন সিনেমার কলাকুশলীরাও। এ ছাড়া দর্শকও দেখতে পাবেন তিন নায়িকার লড়াই।

শর্বরী ওয়াঘ

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল তিনটি সিনেমা। এর মধ্যে মুক্তির তালিকায় থাকা অ্যাকশন থ্রিলার ও ড্রামা ধাঁচের ‘বেদা’ আছে সবচেয়ে এগিয়ে। সিনেমাটিতে নায়িকা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শর্বরী ওয়াঘকে। এর আগে সিনেমার ফার্স্টলুক ও ট্রেলারে তিনি নজর কারেন সবার। সিনেমাটি নিয়ে বলিউড ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্বরী বলেন, ‘সিনেমাটিতে আমি অভিনয় নিয়ে খুবই আশাবাদী। এর আগে এমন অ্যাকশন গল্পে কখনো অভিনয় করা হয়নি। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। ট্রেলার ও পোস্টার দেখে অনেকেই প্রশংসা করছেন। এ ছাড়া আমি দর্শকদের উদ্দেশে এটুকু বলতে চাই। এমন গল্পে আমাকে এর আগে দেখেননি কেউ। তাই সবাই থিয়েটারে যেয়ে সিনেমাটি দেখবেন। আশা করি আপনাদের সময় নষ্ট হবে না। এ ছাড়া প্রথমবারের মতো জনের সঙ্গে জুটি বেঁধেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুব সিরিয়াস একজন সহকর্মী। আমার এবং জনের জুটি আপনাদের কেমন লাগবে জানাবেন।’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম ও শর্বরী ওয়াঘকে। সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আডবাণী।

শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটির সিনেমাটি বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল ‘স্ত্রী’। এবার এর দ্বিতীয় কিস্তি আসছে নতুন করে ভয়ের বার্তা নিয়ে। সিনেমাটি ১৫ আগস্ট ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার ট্রেলারে এরই মধ্যে ছয় বছর আগের পুরোনো শ্রদ্ধাকে আবারও নতুন করে দেখেছেন দর্শক।

‘স্ত্রী’ সিনেমা নিয়ে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, “আমি এই সিনেমার একজন ভক্ত। ‘স্ত্রী’ সিনেমাটি আমি কতবার যে দেখেছি তার হিসাব নেই। সেই জায়গা থেকেই সিক্যুয়েলটি নিয়ে আমি আশাবাদী। কাজটি করার অভিজ্ঞতাও দুর্দান্ত ছিল। কারণ সবাই পুরোনো কলিগ। কমেডি হরর গল্পের আরও একটি ফুল এন্টারটেইনমেন্ট সিনেমা আসছে। সবাই সিনেমাটি দেখবেন। আশা করছি প্রথম পর্বের চেয়ে এটি আরও বেশি ভালো লাগবে।”

তাপসী পান্নু

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসী পান্নু। বড় পর্দায় আসছে তার নতুন আরেকটি সিনেমা ‘খেল খেল মে’। ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এটি। কমেডি ধাঁচের এ সিনেমা নির্মাণ করেছেন মুদাসসর আজিজ।

সিনেমাটি নিয়ে তাপসী বলেন, ‘এটি একটি ফ্যামিলি ড্রামা ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত সিনেমা। আমি কমেডি গল্পে কাজ করতে সবসময় ভালোবাসি। তাই মুদাসসর যখন আমাকে গল্প পাঠায়, গল্প পড়েই আমি হ্যাঁ বলে দিই। এ ছাড়া সিনেমায় অক্ষয় কুমার ও ফারদিন খানের মতো তারকা অভিনয় করেছেন। তাই কাজটি বেশ আনন্দ নিয়ে করেছি সবাই। একই দিনে আরও দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। তাই আরও বেশি আনন্দ লাগছে।’

তাপসী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, ফারদিন খান ও বাণী কাপুরের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত 

উত্তরায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে : সেলিমুজ্জামান

বিশ্বকাপের আগেই বড় চমক দেখাল বাংলাদেশের প্রতিপক্ষ

নোবেল পুরস্কারের প্রলোভনেও নড়লেন না ট্রাম্প, হতাশ মাচাদো

বেরিয়ে এলো মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

১০

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

১১

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

১২

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

১৩

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

১৪

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

১৫

মির্জা আব্বাস-পাটওয়ারীকে মেঘনা আলমের বার্তা

১৬

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৭৭

১৭

গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

১৮

‘গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া’

১৯

বিএনপির ১ প্রার্থীর প্রার্থিতা স্থগিত

২০
X