বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সময় এখন ভালো যাচ্ছে তার। বক্স অফিসে দাপট দেখাচ্ছে তার অভিনীত হরর কমেডি ছবি ‘স্ত্রী টু’। মুক্তির পাঁচ দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে ৩০০ কোটি রুপি। প্রতিদিনই নতুন নতুন ইতিহাস করছে সিনেমাটি। এর মধ্যেই শ্রদ্ধা ভক্তদের জন্য এলো নতুন সুখবর। শ্রদ্ধা এরই মধ্যে বলিউডের বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন। কাজ করেছেন গুণী নির্মাতার সঙ্গেও। তবে এবার শোনা যাচ্ছে, বলিউডের গ্রিক গড হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যম কইমইয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হৃতিকের ক্যারিয়ারের মাইলফলক ‘কৃষ’ সিরিজের নতুন সিনেমা ‘কৃষ ৪’-এ থাকছেন শ্রদ্ধা কাপুর। কল্পবিজ্ঞানের এ অ্যাকশন ড্রামায় প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন হৃতিক আর শ্রদ্ধা। এর আগে একাধিক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছিলেন হৃতিকের কাজের প্রতি নিজের ভালোলাগার কথা। এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। এ বিষয়ে নিশ্চিত এখনো কিছু জানা যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এরই মধ্যে শ্রদ্ধার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুত এর শুটিং শুরু হবে। হৃতিকের বহুল প্রতীক্ষিত সুপার হিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে গেল কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এদিকে শ্রদ্ধার হাতে এখন বেশ কিছু সিনেমা রয়েছে। যেগুলো নিয়ে তার সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪-২৫ সালটি এ অভিনেত্রীর জন্য ব্যাপক ব্যস্ত একটি বছর হতে যাচ্ছে। গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া শ্রদ্ধার ‘স্ত্রী ২’ সিনেমাটি প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে। যেটি মাত্র পাঁচ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে প্রবেশ করেছে ২০০ কোটির ক্লাবে। বিশ্বব্যাপী আয় করেছে ৩০০ কোটির বেশি। এটি নির্মাণ করেছেন অমর কৌশিক। শ্রদ্ধা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপরক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা।