সংগীতশিল্পী কনা। সময়টি তার জন্য ভালো যাচ্ছে। নিয়মিত সিনেমার গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন তিনি। সবশেষ ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ শিরোনামে কণ্ঠ দিয়ে ঝড় তোলেন এই শিল্পী। এবার আরও একটি নতুন সিনেমায় গাইলেন তিনি।
নির্মাতা জাফর আল মামুনের নতুন সিনেমা চাইল্ড অব দ্য স্টেশনের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কনা। এরই মধ্যে গানের রেকর্ডিংও শেষ হয়েছে। গানটির কথা লিখেছেন রাফিদ একরাম। গানের কথা হচ্ছে এমন—‘তুই ছাড়া কে বল না আছে আমার দুনিয়ায়, তোর মতো যে বাসবে ভালো-নাইরে কেহ নাই-তোকে ছাড়া বেঁচে থাকা দায়’। এমন গানের কথাতেই কণ্ঠ দিয়েছেন কনা। গানটির সুর-সংগীত করেছেন বেলাল খান।
গানটি নিয়ে বলেন, ‘সিনেমায় গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। মামুন ভাইয়ের সিনেমায় এবারই প্রথম আমার গান গাওয়া। গানের কথা ও সুর খুব ভালো লেগেছে আমার। এমন একটি সুন্দর গান নিয়ে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।’
গানটিতে কনার সঙ্গে গেয়েছেন বেলালও।
এদিকে কনা এখনো স্টেজ শোতে ফেরেননি। দেশের পরিস্থিতি আরও স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশে স্টেজ শোও শুরু হচ্ছে না। শুধু কনাই নন, যারা নিয়মিত স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন তাদের কারোরই এখনো স্টেজ শোতে ফেরা হয়নি। তাই কনাও অপেক্ষায় করছেন সময়ের।