কোরিয়ান জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’। ২০২১ সালে সিরিজটি মুক্তির পর বক্স অফিসে তোলপাড় সৃষ্টি হয়। গল্প ও নির্মাণ দিয়ে দর্শকের হৃদয় জয় করতে একদমই সময় লাগেনি সিরিজটির। এবার আলোচিত কনটেন্টটির বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।
২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘লাক’-এর নকল করে তৈরি হয়েছে বিশ্বব্যাপী হিট সিরিজ ‘স্কুইড গেম’, এমনটাই দাবি করেছেন সিনেমাটির নির্মাতা সোহম শাহ। এরপর নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। এর পাল্টা জবাব দিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। সোহমের মতে, নেটফ্লিক্স তার সিনেমা থেকে গল্পের থিম চুরি করেছে। তবে এ বিষয়ে নেটফ্লিক্স জানায়, এ দাবির কোনো ভিত্তি নেই। স্কুইড গেমটি হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত ও তিনিই লিখেছেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লাক’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ইমরান খান, সঞ্জয় দত্ত, রবি কিষণ। সিনেমাটি বক্স অফিসে একদমই সুবিধা করতে পারেনি। এদিকে এ বছরের ২৬ ডিসেম্বর সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পাবে।