এ এইচ মুরাদ
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

পরী উড়বেই

পরী উড়বেই

শামসুন্নাহার স্মৃতি থেকে পরীমণি হয়ে ওঠার গল্পটা সিনেমার মতোই। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত নাম তিনি। পরী সিনেমায় নাম লেখানোর আগে ছোট পর্দায় কিছু কাজ করেছেন। তবে সিনেমায় নাম লিখিয়েই হৈচৈ ফেলে দেন। এই হৈচৈয়ের পেছনে অবশ্য কোনো সিনেমা হিট বা ব্যবসা সফলের জন্য নয়। নায়িকার প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তি পায় ২০১৫ সালে।

তবে এ সিনেমা মুক্তির আগেই ২২টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। একে একে পরী উপহার দেন রক্ত, স্বপ্নজাল, আমার প্রেম আমার প্রিয়া, বিশ্বসুন্দরীসহ আরও বেশ কিছু সিনেমা। গুণিন ওয়েব ফিল্মে কাজ করেও হয়েছেন আলোচিত। এর বাইরে নানা টানাপোড়েন গেছে পরীর। এই নায়িকা সৌন্দর্যে মুগ্ধতা ছড়িয়েছেন। কিন্তু ব্যক্তিজীবনে নানা ঘটনা তার ক্যারিয়ারেও ফেলে প্রভাব।

প্রেম, বিয়ে, সন্তানের জন্ম, বিচ্ছেদ কিংবা মাদককাণ্ডে জেল জীবন। কত কিছুই পরীর জীবনে ঘটেছে, যা কি না একটা সিনেমার গল্পের চেয়ে কম নয়। সামনে আরও কী অপেক্ষা করছে—তা সময়ই বলে দেবে। তবে পরী তো উড়বেই। জীবনের কোনো যন্ত্রণা, কষ্ট, আঘাতে আটকাতে পারেনি তাকে। সংগ্রাম করেই চলেছেন। নিজেকে থামিয়ে দেননি। টালিউডে ‘ফেলুবকশি’ নামে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরী। থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এতে পরী ছাড়াও থাকছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। নতুন কাজটি নিয়েও আত্মবিশ্বাসী পরী। এদিকে জীবনে আরও একটি প্রথম নিয়ে হাজির হচ্ছেন এই সুন্দরী। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরী। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে নায়িকার অভিনীত ‘রঙিলা কিতাব’ আসছে ৮ নভেম্বর। এটি নির্মাণ করেছেন ‘দেবী’ চলচ্চিত্র’খ্যাত পরিচালক অনম বিশ্বাস।

নিজের প্রথম ওয়েব সিরিজকে প্রথম প্রেমের সঙ্গে তুলনা করেছেন পরী। বলা হয়ে থাকে প্রথম প্রেম নাকি সবার জীবনেই স্পেশাল। প্রথম প্রেম ভোলা যায় না। পরীর ভাষ্য, ‘আমাকে নিয়ে যখন চরিত্রটি ভাবা হচ্ছিল আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কারণ তখন আমার সন্তানের বয়স মাত্র দুই মাস। সে কারণে সন্তানকে রেখে কাজটি করা পসিবল ছিল না। এক বছর পর এসে এই চরিত্র আমিই করব এমনটা কল্পনায় ছিল না। আমার বিশ্বাস কাজটি আমার জায়গা থেকে ঠিকভাবেই করতে পেরেছি। সুপ্তি চরিত্রটি না করতে পারলে একটা অতৃপ্তি থেকেই যেত। আমার অভিনয়ের প্রতি ক্ষুধা ছিল। তাইতো জীবনে কোনো আক্ষেপ যেন না থাকে এজন্য চরিত্রটি করা। অভিনয়কে আমি গুরুত্ব দিই। কোন প্ল্যাটফর্মে কাজ করছি, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমি খুব আশাবাদী এই সিরিজ নিয়ে। আশা করা তো পাপের নয়। শুটিংয়ে পরিচালক খুব কম কথা বলতেন। তিনি যা চাইছেন অল্প কথায় বলতেন। বাকিটা আমার নিজে থেকে বের করতে হতো অভিনয়টা আমি কীভাবে করব।’

কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। শরিফুল রাজের সঙ্গে বিয়ে, সন্তান ও বিচ্ছেদের পর নিন্দুকরা বলছিলেন, এবার ক্যারিয়ার শেষ পরীর। নিন্দুকদের সমালোচনার জবাব হয়তো ‘ফেলুবকশি’ বা ‘রঙিলা কিতাব’র মাধ্যমেই দিতে চান নায়িকা। এই দুটি কাজ দর্শক পছন্দ করলে পরী উড়বেই। পরীর ওড়া কে আটকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১০

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১১

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১২

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৩

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৪

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৫

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৬

বাস উল্টে নিহত ২

১৭

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৮

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৯

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

২০
X