তামজিদ হোসেন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

পুরোদমে ফিরছে লিনকিন পার্ক

পুরোদমে ফিরছে লিনকিন পার্ক

বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্ম নেওয়া প্রজন্মের কাছে লিনকিন পার্ক একটি অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড। তাদের গানগুলো—বিশেষ করে নাম্ব, হেভি, এবং ইন দ্য এন্ড ভক্তদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছে। কিন্তু ব্যান্ডটির লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের অকাল মৃত্যুর পর ব্যান্ডটির পথ একসময় থমকে যায়।

চেস্টারের মৃত্যুর শোকে ব্যান্ডের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। তবে সাত বছর পর সহকর্মীর শোক কাটিয়ে নতুন সদস্য এমিলি আর্মস্ট্রং এবং কলিন ব্রিটেইনকে নিয়ে লিনকিন পার্ক তাদের নতুন ফুল লেন্থ অ্যালবাম ‘ফরম জিরো’ নিয়ে আবারও মঞ্চে ফিরছে। খবর: বিলবোর্ড।

এটি লিনকিন পার্কের অষ্টম অ্যালবাম হতে যাচ্ছে। এ ছাড়া ২০০৩ সালের মেটেওরা, ২০০৭ সালের মিনিটস টু মিডনাইট এবং ২০১২ সালের লিভিং থিংস অ্যালবামগুলো যুক্তরাজ্যের টপ অ্যালবাম চার্টের শীর্ষে স্থান পেয়েছে।

এ বছরের সেপ্টেম্বরে, দীর্ঘ সাত বছরের বিরতির পর ব্যান্ডটি তাদের নতুন সিঙ্গেল দ্য এম্পটিনেস মেশিন প্রকাশ করে, যা বিলবোর্ড হট ১০০-এ ২১ নম্বরে এবং অফিসিয়াল ইউকে সিঙ্গেল চার্টে চার নম্বরে অবস্থান পায়।

ব্যান্ডটি ২০২৫ সালে বিশাল এক বিশ্ব ট্যুর ঘোষণা করেছে, যার মধ্যে থাকবে যুক্তরাজ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা।

এ ট্যুরের অংশ হিসেবে আগামী বছরের ২৮ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্পিরিটবক্স এবং জেপ্যাক মাফিয়া।

এদিকে, ব্রিটিশ গার্ল গ্রুপ এফ এল ও তাদের প্রথম অ্যালবাম অ্যাকসেস অল এরিয়া নিয়ে সেরা ১০-এ তিন নম্বরে অবস্থান করছে। এই অ্যালবামটি আইসল্যান্ড রেকর্ডসের মাধ্যমে মুক্তি পেয়েছে এবং এটি ২১ বছর পর একটি আর অ্যান্ড বি গার্ল গ্রুপের জন্য চার্টে সর্বোচ্চ স্থান অর্জন করেছে। অন্যদিকে, কানাডিয়ান পপ গায়ক শাওন মেন্ডেস ছয় বছর পর তার নতুন অ্যালবাম শাওন নিয়ে যুক্তরাজ্য চার্টে ২২ নম্বরে অবস্থান করছে। এটি শাওনের পঞ্চম টপ ৪০ অ্যালবাম এবং ছয় বছরের মধ্যে তার প্রথম অ্যালবাম। সাবরিনা কারপেন্টারের শর্ট এন সুইট তার জনপ্রিয়তা বজায় রেখে দুই নম্বরে এসেছে, আর গ্র্যামি মনোনীত চ্যাপেল রোয়ান তার অ্যালবাম দ্য রাইস অ্যান্ড ফল অব এ মিডওয়েস্ট প্রিন্সেস নিয়ে অপরিবর্তিত অবস্থান করছে। এ সপ্তাহের শুরুতে তিনি বিবিসির সাউন্ড অব ২০২৫ প্রতিযোগিতার লং লিস্টে স্থান পেয়েছেন, যার বিজয়ী জানুয়ারিতে ঘোষণা করা হবে।

কে-পপ সুপারস্টার এটিজ তাদের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে, তাদের চতুর্থ ইউকে টপ ১০ রেকর্ড গোল্ডেন আওয়ার: পার্ট ২ নিয়ে চার নম্বরে অবস্থান করছে। ২০২৩ সালের ডিসেম্বরে এই গ্রুপের আগের অ্যালবাম দ্য ওয়ার্ল্ড এপিফানি: উইল দুই নম্বরে পৌঁছেছিল। এ ছাড়া এটিজের নতুন অ্যালবামটি বর্তমানে ইউকে টপ ১০-এ তাদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে, যা তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার

সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি

পাকিস্তান পয়েন্টে চা খেয়ে ফেরা হলো না ২ ভাইয়ের 

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু

জেআইসিতে গুম-নির্যাতন / শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

উচ্চ রক্তচাপে লবণ একেবারে বাদ? শরীরে হতে পারে যে সমস্যাগুলো

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খান

বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

১১

সাইকেল চালানো শিখিয়েই আয় করলেন ৪৭ লাখ টাকা

১২

চোখ ভালো আছে তো? যেসব লক্ষণে সতর্ক হবেন

১৩

‘নাটকীয়’ ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল

১৪

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ

১৫

দিল্লি-লাহোরের বায়ুদূষণ ভয়াবহ, ঢাকার খবর কী

১৬

গণভোট জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত : নুরুদ্দিন অপু

১৭

স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত অনেকে

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

বড়পুকুরিয়ায় সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

২০
X