তামজিদ হোসেন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

পুরোদমে ফিরছে লিনকিন পার্ক

পুরোদমে ফিরছে লিনকিন পার্ক

বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্ম নেওয়া প্রজন্মের কাছে লিনকিন পার্ক একটি অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড। তাদের গানগুলো—বিশেষ করে নাম্ব, হেভি, এবং ইন দ্য এন্ড ভক্তদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছে। কিন্তু ব্যান্ডটির লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের অকাল মৃত্যুর পর ব্যান্ডটির পথ একসময় থমকে যায়।

চেস্টারের মৃত্যুর শোকে ব্যান্ডের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। তবে সাত বছর পর সহকর্মীর শোক কাটিয়ে নতুন সদস্য এমিলি আর্মস্ট্রং এবং কলিন ব্রিটেইনকে নিয়ে লিনকিন পার্ক তাদের নতুন ফুল লেন্থ অ্যালবাম ‘ফরম জিরো’ নিয়ে আবারও মঞ্চে ফিরছে। খবর: বিলবোর্ড।

এটি লিনকিন পার্কের অষ্টম অ্যালবাম হতে যাচ্ছে। এ ছাড়া ২০০৩ সালের মেটেওরা, ২০০৭ সালের মিনিটস টু মিডনাইট এবং ২০১২ সালের লিভিং থিংস অ্যালবামগুলো যুক্তরাজ্যের টপ অ্যালবাম চার্টের শীর্ষে স্থান পেয়েছে।

এ বছরের সেপ্টেম্বরে, দীর্ঘ সাত বছরের বিরতির পর ব্যান্ডটি তাদের নতুন সিঙ্গেল দ্য এম্পটিনেস মেশিন প্রকাশ করে, যা বিলবোর্ড হট ১০০-এ ২১ নম্বরে এবং অফিসিয়াল ইউকে সিঙ্গেল চার্টে চার নম্বরে অবস্থান পায়।

ব্যান্ডটি ২০২৫ সালে বিশাল এক বিশ্ব ট্যুর ঘোষণা করেছে, যার মধ্যে থাকবে যুক্তরাজ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা।

এ ট্যুরের অংশ হিসেবে আগামী বছরের ২৮ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্পিরিটবক্স এবং জেপ্যাক মাফিয়া।

এদিকে, ব্রিটিশ গার্ল গ্রুপ এফ এল ও তাদের প্রথম অ্যালবাম অ্যাকসেস অল এরিয়া নিয়ে সেরা ১০-এ তিন নম্বরে অবস্থান করছে। এই অ্যালবামটি আইসল্যান্ড রেকর্ডসের মাধ্যমে মুক্তি পেয়েছে এবং এটি ২১ বছর পর একটি আর অ্যান্ড বি গার্ল গ্রুপের জন্য চার্টে সর্বোচ্চ স্থান অর্জন করেছে। অন্যদিকে, কানাডিয়ান পপ গায়ক শাওন মেন্ডেস ছয় বছর পর তার নতুন অ্যালবাম শাওন নিয়ে যুক্তরাজ্য চার্টে ২২ নম্বরে অবস্থান করছে। এটি শাওনের পঞ্চম টপ ৪০ অ্যালবাম এবং ছয় বছরের মধ্যে তার প্রথম অ্যালবাম। সাবরিনা কারপেন্টারের শর্ট এন সুইট তার জনপ্রিয়তা বজায় রেখে দুই নম্বরে এসেছে, আর গ্র্যামি মনোনীত চ্যাপেল রোয়ান তার অ্যালবাম দ্য রাইস অ্যান্ড ফল অব এ মিডওয়েস্ট প্রিন্সেস নিয়ে অপরিবর্তিত অবস্থান করছে। এ সপ্তাহের শুরুতে তিনি বিবিসির সাউন্ড অব ২০২৫ প্রতিযোগিতার লং লিস্টে স্থান পেয়েছেন, যার বিজয়ী জানুয়ারিতে ঘোষণা করা হবে।

কে-পপ সুপারস্টার এটিজ তাদের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে, তাদের চতুর্থ ইউকে টপ ১০ রেকর্ড গোল্ডেন আওয়ার: পার্ট ২ নিয়ে চার নম্বরে অবস্থান করছে। ২০২৩ সালের ডিসেম্বরে এই গ্রুপের আগের অ্যালবাম দ্য ওয়ার্ল্ড এপিফানি: উইল দুই নম্বরে পৌঁছেছিল। এ ছাড়া এটিজের নতুন অ্যালবামটি বর্তমানে ইউকে টপ ১০-এ তাদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে, যা তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১০

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১১

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১২

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১৩

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৪

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৫

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৬

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৭

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৮

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৯

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

২০
X