তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

সমানে সমান দীপিকা

সমানে সমান দীপিকা

ভারতের বর্তমান চলচ্চিত্র জগতে দীপিকা পাড়ুকোন প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে একজন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বি-টাউনে তার অভিষেক হয়। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে উঠে এসেছেন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। এজন্য তার চিত্রনাট্য বাছাই এবং সবসময় বাণিজ্যিকভাবে লাভজনক সিনেমায় অভিনয় করার ভাবনাকে কৃতিত্ব দেওয়া যেতেই পারে।

কভিড-পরবর্তী এ অভিনেত্রী তার অভিনীত সিনেমা দিয়ে ভারতীয় বক্স অফিস থেকে ১ হাজার ৫০০ কোটি রুপি আয় করেছেন, যা তার ক্যারিয়ারের সফলতার মানকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে।

কভিড-পরবর্তী তিনি চারটি থিয়েট্রিক্যাল রিলিজে অংশগ্রহণ করেছেন এবং সেগুলোর প্রতিটি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়।

কভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের পর, দীপিকার প্রথম সিনেমা রিলিজ ছিল ‘৮৩’। কভিড সীমাবদ্ধতার মধ্যে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বড় বিপর্যয়ের মুখে পড়ে এবং মাত্র ১০২ কোটি রুপি আয় করে, যেখানে এর বাজেট ছিল ২৫০ কোটি রুপি।

এরপর দীপিকা ‘পাঠান’ সিনেমায় অভিনয় করেন। এটি ভারতীয় বক্স অফিসে একটি ব্লকবাস্টার সিনেমা ছিল। ২৫০ কোটি রুপি বাজেটের বিপরীতে ৫৪৩.২২ কোটি রুপি আয় করে এটি। দীপিকা এ বছর তার বক্স অফিস যাত্রা শুরু করেছিলেন ফাইটার সিনেমা দিয়ে। যদিও এটি ২১৫ কোটি রুপি আয় করে। বাজেটের তুলনায় আয়ের পরিমাণ বেশ কম ছিল, কারণ ছবিটির বিশাল পরিমাণ খরচ ছিল। যার পরিমাণ ছিল ২৫০ কোটি। এরপর তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে আসেন। ৬০০ কোটি রুপির বিশাল বাজেট থাকা সত্ত্বেও এটি সফল হয় এবং ৬৫৩.২১ কোটি রুপি আয় করে ভারতীয় বক্স অফিসে।

তার সব সিনেমার বাজেটের মোট পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৫০ কোটি রুপি, যেখানে ভারতীয় বক্স অফিস থেকে মোট আয় হয় ১ হাজার ৫১৩.৪৩ কোটি রুপি। ফলে এ অভিনেত্রী এখন পর্যন্ত ১৬৩.৪৩ কোটি রুপির লাভের মধ্যে রয়েছেন। তবে বাজেট অনুযায়ী লাভের পরিমাণ খুব একটা ভালো নয় বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

দীপিকা পাড়ুকোনের কভিড-পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমার সফলতা ও ব্যর্থতা নিয়ে সম্প্রতি খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম কইমই। সেখানে এ বিষয়গুলো উল্লেখ করা হয়। ২০২৬ সালে দীপিকা অভিনীত এবং নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে দীপিকার পাশাপাশি অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী, ইয়াশসহ আরও অনেকে। বর্তমানে এই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এরপর নতুন বছরে আবারও ফিরবেন কাজে।

দীপিকার মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১০

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১১

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১২

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৩

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৪

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৬

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৮

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৯

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

২০
X