তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি অভিনেতা আমার কীসের রিস্ক : নাসির উদ্দিন

আমি অভিনেতা আমার কীসের রিস্ক : নাসির উদ্দিন

বাংলাদেশের নাসিরুদ্দিন শাহখ্যাত অভিনেতা নাসির উদ্দিন খান। ‘মহানগর’ থেকে শুরু করে ‘সিন্ডিকেট’, ‘পরাণ’, ‘নডরাই’, ‘দামাল’, ‘হাওয়া’ কিংবা ‘বলী’-অভিনেতা হিসেবে প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। রুপালি পর্দা থেকে ওটিটিতে তিনি সমানভাবে উজ্জ্বল। মঞ্চ দাপিয়ে উঠে আসা এ অভিনেতা শুক্রবার মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নাসির উদ্দিন খান।

‘৮৪০’ এর কাজের অভিজ্ঞতা ও রিস্ক ছিল কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আমরা অনেক আরামে কাজ করেছি। আর আমার কোনো রিস্ক নেই। আমি একজন অভিনেতা, আমার কীসের রিস্ক!’

মেয়র ‘ডাবলু’ চরিত্রটি নিয়ে জানতে চাইলে নাসির বলেন, ‘চরিত্রটি একজন রাজনীতিবিদের চরিত্র। একটি শহরের মেয়র। ভালো-মন্দ মিলিয়ে একজন মানুষ। বাকিটা সিনেমা দেখলেই জানতে পারবেন।’

চরিত্রের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতির কথা যদি বলি তবে আমার প্রস্তুতির প্রথম ধাপ থাকে ডিরেক্টরের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়। অর্থাৎ এখানকার যে চরিত্র ‘ডাবলু’ বা নতুন যে কোনো চরিত্রকে আমি চিনি না, যা ডিরেক্টরের মাধ্যমে চিনি। স্ক্রিপ্টের সহযোগিতার বাইরেও ডিরেক্টরের সঙ্গে সময় দেওয়ার মাধ্যমেই চরিত্রকে ভেতরে নেওয়ার চেষ্টা করি। আমি এই ছবিটি করার আগে ছয় মাসের মতো সময় পেয়েছি আর ডিরেক্টরের মাথায় তো আরও আগে থেকে ছিল।’

কেন্দ্রীয় চরিত্রে এটাই প্রথম সিনেমা কি না জানতে চাইলে বলেন, ‘এর আগে আমি ইকবাল হোসেন চৌধুরীর সঙ্গে ‘বলী’ দ্য রেসলার করেছি। আরও কিছু আছে, যা পর্যায়ক্রমে দেখা যাবে।’

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘এই প্রজেক্টের মাধ্যমেই তার সঙ্গে আমার পরিচয়। এর আগে কেবল দেখা-সাক্ষাৎ ছিল। এ প্রজেক্টের সঙ্গে যুক্ত হই তারপর থেকে যত সময় গেছে, আমার মনেই হয়নি যে নতুন পরিচয়। তার সঙ্গে প্রথম কাজ হিসেবে কিছুটা চাপ ছিল; কিন্তু অল্প সময়েই সেটা কেটে গেছে। কারণ এ কাজের মধ্যেই উনি আমাকে নিয়ে একটা টিভিসির কাজ করিয়ে ঝালাই করে নিয়েছিলেন। উনি উনার চরিত্রগুলো নিয়ে খেলেন, অনেকদিন ধরে অনেক অভিনেতা নিয়ে কাজ করছেন, অভিনেতাদের বিট বুঝেন। উনি উনার মতো করে চরিত্রকে তৈরি করে নেন। উনি অনেক দক্ষ আর আমি তাকে ফলো করেছি কেবল। শুটের সময় উনি ইনস্ট্যান্ট ডায়ালগ ক্রিয়েট করেন; কিন্তু এর আগে তিনি ক্যারেক্টার ফিলোসফি ব্রিফ করেন। সেটা কম নয়। আর বাকিটা যেভাবে ব্রিফ করেছেন, সেভাবেই করেছি।’

কোন ধরনের চরিত্রে বেশি আগ্রহ জানতে চাইলে জানান, ‘নির্দিষ্ট কোনো চরিত্র নয়, সব চরিত্রই আমার স্বপ্নের চরিত্র। সব চরিত্রকেই নতুনভাবে করার চেষ্টা করি। অভিনেতার কাজই তো চরিত্রে নতুন রূপ দান করা।’

বিগত চরিত্রগুলোর মতো এ চরিত্রটিও দর্শকে মনে রাখবে কি না জানতে চাইলে বলেন, ‘আমার মনে হয় দর্শক হয়তো মনে রাখতে পারে কিছুটা। কারণ এই চরিত্রটি তো খুব পরিচিত চরিত্র। আমাদের দেশে ঘটে যাওয়া অনেক ঘটনা এ চরিত্রের মধ্য দিয়ে দেখা যাবে। সুতরাং দর্শকরা কানেক্ট করতে পারবে এবং কিছুদিন দর্শকদের মনে থাকা যাবে। বাকিটা ভবিষ্যৎ বলবে।’

দুর্নীতি সম্পর্কে বলেন, ‘দুর্নীতির তো কোনো শেষ নেই। আমাদের দেশের কথা যদি বলি তবে দুর্নীতি তো সব জায়গাতেই আছে। আশা করি ধীরে ধীরে এখান থেকে মুক্ত হতে পারব। পরিবারের থেকে বড় বিশ্ববিদ্যালয় নেই। শুধু সরকার বা শিক্ষাপ্রতিষ্ঠানের দোষ না দিয়ে নেতিবাচকতা দূর করে উৎফুল্ল থাকি, পরিবারকে যে কোনোভাবে একটু সময় দিই, স্কুলিং করি। তাহলে দুর্নীতি আপনাতেই অনেকাংশ কমে যাবে।’

‘৪২০’ এর মতো জনপ্রিয় হবে কি না জানতে চাইলে এই অভিনেতা বলেন, “‘৮৪০’ নিয়ে পোস্টগুলোতে মন্তব্য এসেছে ৪২০ এর পারফর্মাররা নেই কেন! অর্থাৎ আমার মনে হয়েছে ৪২০-এর সঙ্গে দর্শকের একটা আত্মার সম্পর্ক হয়ে আছে। তো ৪২০ এর দর্শকরা অবশ্যই সিনেমাটি দেখবেন।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

এদেশে আর আমি-ডামি নির্বাচন হবে না : সেলিমুজ্জামান

ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর দ্বিতীয় বাংলাদেশ

আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

খেলোয়াড়দের কথা মাথায় রেখে বিশ্বকাপে নতুন নিয়ম আনছে ফিফা

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

মায়ামি নাকি উরুগুয়ে, ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন ওমর সানী

১০

জিমেইলের এই স্বয়ংক্রিয় সেটিংটি বন্ধ করুন এখনই

১১

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের বাইরে সালাহ

১২

জাপার কেন্দ্রীয় নেতা এবার হাতপাখার প্রার্থী, সমালোচনার ঝড়

১৩

মায়ের স্বর্ণের হার বন্ধুদের ভাগ করে দিল ছেলে

১৪

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

১৫

ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান

১৬

মধ্যরাতে আগুনে পুড়ল ৫ গরু, সর্বস্বান্ত খামারি

১৭

৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক

১৮

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড, কেন এগুলো ঝুঁকিপূর্ণ

১৯

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার, জায়গা পাননি সাকিব

২০
X