কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

আফগানিস্তানে একটি বিউটি পার্লারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত
আফগানিস্তানে একটি বিউটি পার্লারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে গোপনে পরিচালিত নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এক ঘোষণায় জানানো হয়েছে, দেশের যেসব পার্লার এখনো লুকিয়ে চালু রয়েছে, সেগুলো এক মাসের মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় এসব পার্লারের মালিক ও কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

তালেবানদের দাবি, নারীদের জন্য বিউটি পার্লার ইসলামী শরিয়াহবিরোধী, তাই এগুলো কোনোভাবেই চালু থাকতে দেওয়া যাবে না। ফলে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে যেসব নারী গোপনে এই ব্যবসা চালিয়ে আসছিলেন, তারা এখন নতুন করে ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

তালেবান সরকার ২০২৩ সালে দেশে আনুষ্ঠানিকভাবে সব বিউটি পার্লার বন্ধ করে দেয়। এতে প্রায় ১২ হাজার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং চাকরি হারান অন্তত ৫০ হাজার নারী। তবুও স্থানীয় সম্প্রদায়ের ভেতরে লুকিয়ে কিছু পার্লার চালু ছিল। এবার সেই রুপচর্চা কেন্দ্রগুলো বন্ধে কঠোর অবস্থান নিয়েছে তালেবান।

দেশটির কমিউনিটি নেতা ও স্থানীয় প্রবীণদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন গোপন বিউটি পার্লারের খোঁজ দিয়ে মালিকদের পুলিশের হাতে তুলে দেন।

৩৮ বছর বয়সী এক নারী, ফ্রেশতা (ছদ্মনাম), জানান—২০২৩ সালে পার্লার বন্ধ হওয়ার পর থেকে তিনি লুকিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। কারণ সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন তিনি। তার স্বামী অসুস্থ, আর তিন সন্তানের ভরণপোষণ করতে হয় তাকে।

তিনি বলেন, যখনই কোনো নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখে হাসতেন, তার আনন্দ আমার আনন্দ হয়ে যেত। শুধু টাকার জন্য নয়, নিজের কাজের জন্যও আমি খুশি হতাম। কিন্তু এখন ঝুঁকি এত বেশি যে হয়তো আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আর কোনো কাজ জানি না, অথচ আমাদের অবস্থা খুব খারাপ। এই পৃথিবীতে আমাদের আর্তনাদ শোনার কেউ নেই।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে তালেবান। অধিকাংশ নারীরা চাকরি থেকে বাদ পড়েছেন, মেয়েদের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, তালেবান কার্যত নারীদের বিরুদ্ধে এক ধরনের “লিঙ্গভিত্তিক বর্ণবাদ” চালু করেছে। নারীরা এখন পার্কে হাঁটতে পারেন না, জিম বা সেলুনে যেতে পারেন না, পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারেন না। এমনকি তাদের বাইরে বের হলে পুরো শরীর ঢেকে রাখতে হয় এবং জনসমক্ষে তাদের কণ্ঠস্বরও শোনা যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউসিএসআই ইউনিভার্সিটিরকম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিন ড. সৈয়দ আখতার

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পিআর নিয়ে যে অবস্থান নিল জামায়াত

ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাবের সভাপতি প্রশান্ত সামির, সম্পাদক জিল্লুর রহমান

বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যুক্তরাষ্ট্রের কোম্পানি

ঢাকা মহানগর দায়রা জজ হলেন সাব্বির ফয়েজ 

আপনারা কি তামাশা করেন, প্রশ্ন আবিদের

ডাকসু কেউ ভিক্ষা দেয়নি, ছাত্ররা আদায় করে নিয়েছে :  সিবগাতুল্লাহ

দেব-শুভশ্রীর পাল্টাপাল্টি জবাব, নায়িকার সম্মানহানি চাননি নায়ক

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর স্থানীয়দের সাত দফা দাবি

১০

ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই : ঢাবি প্রশাসন

১১

দেশে স্বৈরাচার ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে : মনি

১২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৩

নিজ হাসপাতালে পড়ে ছিল চিকিৎসকের গলাকাটা মরদেহ

১৪

হ্যারি পটার সিরিজে নতুন চমক

১৫

এলাকাবাসীর মাঝে হিজড়াদের মিষ্টি বিতরণ

১৬

বিশ্বকাপজয়ী মার্টিনেজ নয়, অখ্যাত এক বেলজিয়ানের ওপর ভরসা ম্যানইউর

১৭

জশনে জুলুসকে সামনে রেখে চট্টগ্রাম নগরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা

১৮

গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান 

১৯

ডাকসু-জাকসু-রাকসু-চাকসু হতেই হবে : সারজিস

২০
X