মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাস ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাদের ওপর হামলা করে ১০-১৫ স্থানীয় সন্ত্রাসী। ‘সাংবাদিকতা ছুটিয়ে দিব’ বলে তাদের ওপর হামলা করা হয়। হামলায় দুজনই আহত হয়েছেন।
আনাস জানান, তার বাসা ওই এলাকাতেই। প্রায়ই তারা বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিতে বসে চা পান করেন। আজকেও ডিবিসির এক সহকর্মীসহ সেখানে বসেছিলেন। হঠাৎ একদল লোক এসে তাদের ওপর হামলা করে। কিল-ঘুষি মেরে তাদের আহত করে। কোনোক্রমে সেখান থেকে সরে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে।
মতিঝিল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থলে এসে জড়িতদের কাউকে পাইনি। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
মন্তব্য করুন