তৌফিক মেসবাহ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০২:০৮ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনয়ের বিষয়টি দুজনের : তারিক আনাম খান

অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। ছবি : সংগৃহীত
অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। ছবি : সংগৃহীত

বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। সব ধরনের চরিত্রেই নিজেকে প্রমাণ রাখা এই অভিনেতা বছরের শুরতেই চমকে দিয়েছেন দর্শকদের। অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমায় অভিনয় করেছেন নায়ক চরিত্রে। তার বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা নিপা আহমেদ রিয়েলি। সিনেমাটি ১০ জানুয়ারি দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

ছবিতে রিয়েলির অভিনয়ে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তারিক আনাম বলেন, ‘আমরা যখন কাজ করি তখন নিজের স্বার্থেই অন্যকে বলি যে, এটা এভাবে করা যেতে পারে। অভিনয়ের বিষয়টা দুজনের। একজনের প্রতিক্রিয়াতে আরেকজন কিছু করে। এটা অভিনয়ের প্রাথমিক বিষয়। আমার সহআর্টিস্ট যদি আমার সমপর্যায়ে আনতে হয়, তবে তাকেও ভালো করতে হবে। আমরা আলোচনা করেই করেছি। ফিডব্যাক নয় বরং পরামর্শ দিয়েছি।’

ইন্ডাস্ট্রির নেতিবাচক দিক নিয়ে গল্প বলে মুক্তি পেতে দেরি হয়েছে কি না, জানতে চাইলে অভিনেতা বলেন, ‘আমি মনে করি এতে রিঅ্যাক্ট করার কিছু আছে। এখানে যারা অভিনয় করেছেন তারা তাদের মতোই অভিনয় করেছেন। এমন না যে, আমরা ছাড়া ইন্ডাস্ট্রি খারাপ। একটা ইন্ডাস্ট্রির মধ্যে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। আমরা তো অনেক কিছু নিয়েই ছবি করি, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে ছবি হবে না কেন? সবকিছু নিয়েই ছবি হতে পারে।’

সিনেমা নিয়ে কেমন আশাবাদী—জানতে চাইলে তারিক আনাম খান আরও বলেন, ‘আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি একটা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। এরপর একটা পটপরিবর্তনে তো সিনেমা হল বা সিনেমা দেখার ব্যাপারটাই অনেক কমে গেছে। এরকম প্রতিকূলতার মধ্যেও ‘মেকাপ’ রিলিজ হচ্ছে এটিকে আমি অত্যন্ত পজিটিভলি দেখি। ছবি হবে, দর্শক আসবেন, বিভিন্ন ধরনের ছবি হবে, এটিই চাওয়া। যেখানে ব্লকবাস্টার ছবিও হবে আবার ভিন্ন ঘরানার ছবিও হবে। তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াবে বলে মনে হয়।’

ইন্ডাস্ট্রি নিয়ে কোনো ক্ষোভ আছে কি না, জানতে চাইলে এই অভিনেতা আরও বলেন, ‘ক্ষোভ নেই তেমন। তবে আমাদের ইন্ডাস্ট্রি স্ট্রাগল করছে। এতদিনে দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল। এটাই মূলত ক্ষোভ। কিশোর কালে, তারুণ্যে আমরা বাংলাদেশের ছবি দেখেছি। সেগুলো নিয়ে আমরা গর্ব করতাম যে, আমাদের ভালো ছবি আছে। ইন্ডাস্ট্রি বড় হওয়ার কথা ছিল, অনেক ছবি হওয়ার কথা ছিল। শুধু সিনেমা নয়, টেলিভিশনসহ যেসব মাধ্যমে কাহিনিচিত্র নির্মাণ হয়, সব কটিই বেশ তরুণ নায়ক-নায়িকা নির্ভর। সেখানে আমাদের মতো বয়স্কদের জায়গাটা একটু স্ট্রাগলের। তারপরও আমি অনেক কাজের সুযোগ পাই, সেজন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। তবে কাজগুলো ব্যাপক হওয়া উচিত। আর দর্শকের আনুকূল্য দরকার। আমাদের গল্প বলার জায়গাটা যদি বড় করে দেখাতে পারি—তবে একদিন হয়তো বিশ্বজয় করতে পারব।’

এ সময় নতুন অভিনেতাদের জন্য পরামর্শের ব্যাপারে বলেন, ‘তাদের জন্য পরামর্শ হচ্ছে, অভিনয়টা আসলে শেখা লাগে। আমি ব্যক্তিগতভাবে মঞ্চে কাজ করেছি অনেকদিন। এবং আমি দিল্লি ন্যাশনাল স্কুল অব ড্রামাতে নাটকের ওপর পড়াশোনা করেই এসেছি। তারপরও গ্রুপ থিয়েটার, টেলিভিশনে ভালো কাজ করার জন্য প্রচণ্ড স্ট্রাগল করেছি। অনেকেই মনে করেন, করলেই হলো। কিন্তু অভিনেতার সবচেয়ে বড় বিষয় পরিশ্রম। সুতরাং তরুণরা যদি অভিনেতা বা নির্মাতা হতে চান, তবে তা জেনে আসতে হবে।’

অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। যার চরিত্রের নাম ‘শাহবাজ খান’।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোশান, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জীসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

আসলেই কি নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরি হয়েছিল?

১০

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে জানা গেল

১১

রাজধানীতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১২

আগুন নেভাতে কত সময় লাগবে, জানে না ফায়ার সার্ভিস ‎

১৩

যে কারণে বাড়ির বাইরে যেতে পারছেন না ভিকি

১৪

হংকং চায়না ম্যাচ শেষে দেশে ফিরেছেন জামাল-রাকিবরা

১৫

রাকসু নির্বাচন : ভিপি পদে হাড্ডাহাড্ডি, জিএসে ত্রিমুখী লড়াইয়ের আভাস

১৬

দেয়ালে শিশুর আঁকাআঁকি পরিষ্কার করার ৪ সহজ উপায়

১৭

পূজা দেখতে গিয়ে নিখোঁজ, ১৭ দিনেও খোঁজ মেলেনি আদুরি রানীর

১৮

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক

১৯

শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই ভিপি প্রার্থীর

২০
X