২০০০ সালের শুরুর দিকে টেলিভিশনে প্রচারিত হয় বোম্বে সুইটসের পটেটো চিপসের একটি বিজ্ঞাপন। সেটির ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ সংলাপটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এমনকি এখনো অনেকের মুখে কথাটি শোনা যায়। জনপ্রিয় এ সংলাপ নিয়ে দুষ্টুমিভরা হাসিমুখে এক ছোট্ট ছেলে হাজির হতো টিভি পর্দায়। বিজ্ঞাপনের ওই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন। কিডনিজনিত অসুখে ভুগে গত শুক্রবার (১৮ আগস্ট) মৃত্যুবরণ করেছেন তিনি। জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মারা যান তিনি। সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, ‘আমার বোনজামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’
মন্তব্য করুন