শোবিজের আলোচিত ঘটনা রাজ-পরীর মারামারি। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গত শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ, অন্যদিকে কাটা হাত নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। এ নিয়ে দানা বেঁধেছে বিস্তর রহস্য! এদিকে আবার একই হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি ‘সুড়ঙ্গ’খ্যাত অভিনেত্রী তমা মির্জা। তিনি নাকি পরীমণি ও শরিফুল রাজের মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন! শোনা যাচ্ছে এমন কথাও।
শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে পরী জানান তিনি হাসপাতালে। ছবিতে দেখা যায় দুটি হাত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ তাই জোর গুঞ্জন উঠেছে—পরী ও রাজের মারামারি থামাতে গিয়েই আহত হয়েছেন তমা।
আসলে কী হয়েছে তমা মির্জার, এ প্রসঙ্গে জানতে শনিবার তাকে ফোন দিলেও ধরেননি তিনি। তবে গতকাল রোববার গণমাধ্যমে এ ধোঁয়াশা পরিষ্কার করেছেন তমা নিজেই। জানিয়েছেন—জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও ছিলেন না নায়িকা তমা। আমার বক্তব্য স্পষ্ট, রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও আমি ছিলাম না। এমনকি ১৮ আগস্ট সন্ধ্যায় রাজ-পরী বাসা থেকে বেরিয়ে আমাকে ফোনও করেছে দেখা করার জন্য। আমি বলেছি, আমার জ্বর। আজ দেখা হবে না। এরপর পরী বলল, ওকে বাসায় রেস্ট নাও। কাল দেখতে আসব। এর মধ্যে কী হলো, আমি আর জানি না।’
মন্তব্য করুন