তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রত্যাশা পূরণের ঈদ

প্রত্যাশা পূরণের ঈদ

‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’— ঈদের এ ছয়টি সিনেমার মধ্যে পাঁচটি নিয়ে শুরু থেকেই দর্শক মহলে আলোচনা ছিল। মুক্তির তালিকায় হঠাৎ করে নাম লেখানো শাকিব খানের ‘অন্তরাত্মা’ ব্যর্থ হলেও বাকি পাঁচ সিনেমা জয় করেছে দর্শকের হৃদয়। এবার ঝড়ের বেগে ছুটছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’। যার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে অভিনেতা আফরান নিশোর ‘দাগি’। এবারের ঈদে এ দুই সিনেমাই এগিয়ে আছে প্রেক্ষাগৃহে।

‘বরবাদ’ ঈদের দিন থেকে একশর বেশি হল নিয়ে রাজত্ব করছে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। দর্শক চাহিদায় রাত ১২টায় এ সিনেমার শো চালাতে বাধ্য হয় বগুড়ার মধুবন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। যার কারণে আগামী ১০ এপ্রিল পর্যন্ত ‘বরবাদে’র শো সমানতালে চলবে বলেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন মুভির প্রযোজক শাহরিন আক্তার সুমী। তিনি জানান, ‘বরবাদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আশানুরূপ সাড়া পেয়েছেন তারা। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কোনো শাখাতেই ঈদের দিন ও তার পরের দিনের কোনো টিকিট ছিল না, যা তৃতীয় ও চতুর্থ দিনেও অব্যাহত থাকে। আজ শুক্রবার সাড়া দেশে দর্শকের এ ভালোবাসা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী এই প্রযোজক।

এদিকে সিনেমাটি নিয়ে দর্শকের এমন ভালোবাসা পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা হৃদয়। তিনি বলেন, “এটি আমার প্রথম সিনেমা। দর্শক আমাকে চেনার আগে, আমার সিনেমা চিনছে। এটিই আমি চেয়েছিলাম। আজকে দেশের লাখ লাখ দর্শক ‘বরবাদ’ নিয়ে কথা বলছে, একজন নির্মাতা এ অনুভূতির ব্যাখ্যা কখনো দিতে পারবেন বলে আমি মনে করি না। শুধু একটি কথাই বলব, সিনেমার প্রতি আপনাদের এমন ভালোবাসা ধরে রাখুন।’

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

এদিকে দর্শকের প্রত্যাশা পূরণে ‘বরবাদে’র পরই এগিয়ে আছে নিশোর ‘দাগি’। সিনেমাটি নিয়ে অসংখ্য দর্শক নিজেদের তৃপ্তির কথা জানিয়েছেন কালবেলাকে। অনেকের মতে, এটি এ অভিনেতার অন্যতম সেরা কাজ। যার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার দাবি রাখেন বলেও মন্তব্য করেন অনেকে।

সিনেমার পরিচালক শিহাব শাহীন মনে করেন, এবারের ঈদ দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে নতুন এক সম্ভাবনা দেখিয়েছে। যার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, একটা দেশে হল নেই। হাতেগোনা কয়েকটি প্রেক্ষাগৃহের ওপর ভরসা করে ছয়টি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে পাঁচটি সিনেমা নিয়ে দর্শকের মধ্যে আলোচনা হচ্ছে। সবাই শাকিব খান ও নিশোর পাশাপাশি অন্য সিনেমা দেখার আগ্রহ দেখাচ্ছে এবং তারা মুগ্ধ হচ্ছে, যা দেশের সিনেমার ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে বলে দাবি করেন এ নির্মাতা।

দাগিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। তাদের দুজনের কেমিস্ট্রি এবারও দর্শকের প্রত্যাশা পূরণে সফলতার দিকেই এগিয়ে যাচ্ছে।

এবারের ঈদে প্রত্যাশা পূরণের তালিকায় আরও আছে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর ‘জংলি’ সিনেমাটি। এম রাহিম পরিচালিত এ সিনেমা ঢাকা ও ঢাকার বাইরে সমানভাবে প্রশংসিত হচ্ছে। তবে ‘বরবাদ’ ও দাগির কারণে কিছুটা হল কম পেলেও সিনেমাটি নিয়ে দর্শক চাহিদা ঈদের কয়েক সপ্তাহ পরও থাকবে বলে ধারণা অনেকের।

এ ছাড়া ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন-৩’ সিনেমার গল্পও মুগ্ধ করেছে দর্শকদের। তাই এবারের ঈদে সিনেমাপ্রেমী দর্শকের জন্য ছিল অনেকটাই প্রত্যাশা পূরণের ঈদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের এই সাধারণ অভ্যাস লিভার রোগের ঝুঁকি বাড়ায়

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, তার জন্য গণভোট : আলী রীয়াজ

তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর

নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির অঙ্গীকার : সেলিমুজ্জামান

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলল ইসি

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. কামরুল হাসান

১০

নিষিদ্ধ যুবলীগের দুই অস্ত্রধারী ক্যাডার গ্রেপ্তার

১১

এক ট্রফিতেই মিলল ২ হাজার ৬২ কোটি টাকা!

১২

বন্দরে ভারতীয় ট্রাকে মিলল ৫৩ কার্টন ইলিশ

১৩

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এসেছি : ইশরাক

১৪

বিশ্বকাপ ট্রফি দেখে যে বাজি ধরলেন জামাল ভূঁইয়া 

১৫

নঈম নিজাম-বোরহান কবীরসহ ৩ সাংবাদিকের মামলা বাতিল

১৬

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

১৭

বিবাহবার্ষিকীর দিনেই জনপ্রিয় অভিনেত্রীকে তালাকের নোটিশ

১৮

আমিরের শোকজ প্রসঙ্গে যা বলছে বাংলাদেশ খেলাফত মজলিস

১৯

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

২০
X