তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

তারকাদের প্রার্থনায় মাইলস্টোন

তারকাদের প্রার্থনায় মাইলস্টোন

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ, জনমনে নেমেছে শোকের ছায়া। সোমবার দুপুরে উড্ডয়নরত বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যম মুহূর্তেই ছড়িয়ে পড়ে। হৃদয়বিদারক এ দৃশ্য নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনকেও

ঘটনাটি নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’

মর্মান্তিক এ ঘটনাতে শোক প্রকাশ করে প্রার্থনা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। তিনি লিখেছেন, ‘উত্তরা দিয়াবাড়ির মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও স্তব্ধ। সবার জন্য প্রার্থনা করছি।’ এরপর একই ঘটনা নিয়ে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন। প্রে ফর মাইলস্টোন।’

নির্মাতা আশফাক নিপুন তারে ফেসবুক অ্যাকাউন্টে মর্মান্তিক এ দুর্ঘটনার কবলে পড়া আহত ও রক্তের ব্যবস্থাপনা নিয়ে তালিকা প্রকাশ করেন। এ ছাড়া সংগীতশিল্পী এলিটা করিম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাইলস্টোন স্কুল ও কলেজ বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সাহায্যের আবেদন করেন।

হৃদয়বিদারক এ ঘটনা নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বহু ছাত্রছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাইখ।’ এ ছাড়া তিনি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত অভিভাবকবিহীন এক শিশুর আইডি কার্ড শেয়ার করেন।

খ্যাতিমান গায়ক আসিফ আকবর দুর্ঘটনায় আহত বাচ্চাদের জন্য রক্তের প্রয়োজনীয়তার বিষয়ে প্রয়োজনে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করেছেন এবং বি নেগেটিভ, এ নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ রক্ত চেয়ে আরেকটি পোস্ট করেছেন।

উত্তরার এ ঘটনা নিয়ে অঙ্গনের অনেক তারকাই সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। যাদের মধ্যে আছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, সালহা খানম নাদিয়া ও তানজিন তিশার মতো তারকা। তারা বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বেঁচে যাওয়া প্রাণগুলোর জন্য করছেন প্রার্থনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়রা থেকে ১৯৬০ কিমি দূরে নিম্নচাপ, বাতাসের গতিবেগ ৪০ কিমি

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব

গিনি-বিসাউয়ের ক্ষমতা দখল সেনাবাহিনীর, প্রেসিডেন্ট গ্রেপ্তার

বিপিএলের নিলামে ভারতীয় ক্রিকেটারের নাম

ঘরে দুর্বল ওয়াই-ফাই? কয়েকটি সহজ পরিবর্তনেই মিলবে দারুণ স্পিড

রিকশাচালকদের জন্য সুখবর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

‘আমি শাহজাহান চৌধুরী, যারা চেনেনি তারা মাটির নিচে বাস করে’

এরশাদ ও হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই : রিজভী

বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

১০

জ্বালানি তেলের দাম কমছে

১১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

১২

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট

১৩

সম্পর্কে পুরুষরা যে ১০ জিনিস চান

১৪

শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন না হওয়ায় অখুশি রাষ্ট্রপক্ষ  

১৫

বিষ দিয়ে ২০০ বক্স মৌমাছি হত্যা, দিশেহারা মৌচাষি

১৬

জামায়াতে যোগ দিচ্ছেন পাইলট? প্রশ্নের জবাব দিলেন নিজেই

১৭

সিসিইউতে বেগম খালেদা জিয়া

১৮

অস্তিত্ব সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ, নেই আর হাঁকডাক

১৯

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

২০
X