রাজু আহমেদ
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম
প্রিন্ট সংস্করণ

কাজ কমে গেছে, প্রতিযোগিতা বেড়েছে

আরশ খান। ছবি : সংগৃহীত
আরশ খান। ছবি : সংগৃহীত

দেশের ছোট পর্দার পরিচিত মুখ আরশ খান। ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে পরিচিত হলেও আজকের বাস্তবতায় তিনি শুধু একজন শিল্পী নন—তিনি এই ইন্ডাস্ট্রির ভেতরের একজন লড়াকু সৈনিক। যিনি কথা বলেন অকপটে, বলেন মাটির কাছাকাছি দাঁড়িয়ে। সম্প্রতি কালবেলার সঙ্গে একান্ত আলাপে এই অভিনেতা তুলে ধরলেন অভিনয় জীবনের বাস্তবতা, শিল্পীদের লড়াই, সিন্ডিকেটের প্রভাব এবং নিজের অবস্থান নিয়ে স্পষ্ট কিছু কথা। লিখেছেন রাজু আহমেদ

সাম্প্রতিক ব্যস্ততা কেমন যাচ্ছে?

এখনকার ব্যস্ততা মূলত অভিনয়কে ঘিরেই। সামনে কিছু নাটক আসছে। শুটিং চলছে। আরও কিছু প্রজেক্ট আলোচনায় আছে। আমার সময়টা এখন অভিনয় নিয়ে কাটছে—এটাই ভালোবাসি, এটাই করতে চাই।

‘জুনিয়র’ না, ‘ক্যারেক্টার আর্টিস্ট’—এই পরিচয়ের ভেতরের বাস্তবতা কী?

আমি নিজেকে কখনো জুনিয়র বলিনি। আমি ক্যারেক্টার আর্টিস্ট। আর এ পরিচয় নিয়ে আমি গর্বিত। তবে এটাও সত্যি, পরিচয়ের বাইরেও একটা রিয়েলিটি কাজ করে। আমরা প্রতিনিয়ত টিকে থাকার জন্য লড়ছি। গতকাল যা করেছি, আজ সেটা চলবে না। আপডেট না থাকলে, না শিখলে, নিজের জায়গা ধরে রাখা যায় না।

‘১০০ কাজ থেকে এখন ৪০’—কীভাবে বদলে যাচ্ছে ইন্ডাস্ট্রি?

আগে যেখানে ১০০টি প্রজেক্ট হতো, এখন হচ্ছে ৪০টি। হিসেবটা খুব সোজা—কাজ কমেছে, মানুষ কমেনি। এখন একটি কাজের জন্য আটজন শিল্পী লড়ছে। একজন পাবে, বাকি সাতজন বাদ। প্রতিযোগিতা এমন জায়গায় গেছে, যেখানে নিজের অস্তিত্ব প্রমাণ করাই বড় চ্যালেঞ্জ।

আর সবচেয়ে খারাপ অবস্থা সিনিয়র শিল্পীদের। ধরেন, একজন ৫০ ঊর্ধ্ব বয়সের শিল্পীকে যদি দরকার হয়, তখন ডিরেক্টররা বলেন—‘না, এই চরিত্রে দর্শক কানেক্ট করবে না।’ তখন আর কেউ আমাদের আম্মাদের মতো শিল্পীকে নিতে চায় না। অথচ এরা একসময় ইন্ডাস্ট্রির ভীত গড়ে দিয়েছিলেন।

শিল্পী নির্বাচনেও চলছে ‘পলিটিকস’?

অবশ্যই চলছে। আজকে আপনি যদি কারও সঙ্গে কাজ করেন আর সে যদি আপনার সঙ্গে কমফোর্টেবল ফিল করে, তাহলে ভবিষ্যতেও আপনাকে ডাকবে। কিন্তু যদি না করে, তাহলে আপনার জায়গা চলে যাবে অন্য কারও কাছে। এ ছাড়া লিড অভিনেতারা অনেক সময় নিজের পছন্দের শিল্পীর নাম প্রস্তাব করেন। আমি নিজেও আগে এ ধরনের সাজেশন দিতাম, কিন্তু এখন আর দিই না। কারণ বুঝেছি, এতে অন্য কারও রুটি-রুজির ক্ষতি হচ্ছে। ইন্ডাস্ট্রিতে কাজই যখন কম, তখন শিল্পী বাছাইয়ের খেলা না খেলাই ভালো।

সিন্ডিকেট, মূল্যবৃদ্ধি ও সমাজবাস্তবতা নিয়ে আপনার ভাবনা জানতে চাই!

অভিনয়ের বাইরে আমি দেশ ঘুরে শুটিং করি—রাজশাহী, বরিশাল, রংপুর, মানিকগঞ্জ, গাজীপুর... আমি নিজের চোখে দেখি কেমন দামে লাউ বা শাকসবজি বিক্রি হয় কৃষকের কাছে। যেখানে ৫, ৬, ৮ টাকা কেজি দাম, সেখানে শহরে এসে তা ৪০ থেকে ৫০ টাকা হয়।

সোজা কথা—এটা সিন্ডিকেট। গ্রামে উৎপাদন হচ্ছে, তারপর সেই পণ্যে ট্রান্সপোর্ট খরচ, ভাড়া—সবকিছু যুক্ত করলেও ১০ টাকার জিনিস ২০ টাকা হতে পারে, ৫০ নয়! ৩০০ পার্সেন্ট বাড়ার কোনো যৌক্তিকতা নেই। এখানে মাঝখানে যারা আছে—তারা দামে খেলা করছে।

এই সিন্ডিকেট না ভাঙলে কিছুই বদলাবে না। মানুষকে ভেলকির চোখে ফেলে ৮ টাকা কমিয়ে বলছে দাম কমেছে। অথচ প্রকৃতপক্ষে ৪০ টাকা বেশি লাভ করছে। এটা বন্ধ না হলে বাজারের ন্যায্যতা ফিরবে না।

নতুন কী কী নাটক আসছে?

নতুন কিছু নাটক আসছে, কিন্তু বিশেষ করে কোনো নাম বললে সমস্যা হয়—কারণ একাধিক পরিচালক আছেন, যদি কারও নাম বাদ পড়ে, সেটা কষ্টের জায়গা হয়ে যাবে। সবাই আমার খুব আপন। তাই বলব, আপনারা আমার সাম্প্রতিক কাজগুলো একটু খোঁজ নেন, সবখানেই কিছু না কিছু বেরোচ্ছে।

নায়িকাদের আগমন ও আরশ খানের ভূমিকা কী?

আমি কারও ক্যারিয়ার বানাইনি, এ দাবিও করি না। আমি শুধু কাজ করেছি। নতুন কেউ এলে, পরিচালক তাকে সুযোগ দিচ্ছেন—আমি হয়তো তার সহশিল্পী হিসেবে পাশে আছি। আমি চেষ্টা করি যেন কাজের সময় একটা ‘কমফোর্ট জোন’ তৈরি হয়। যাতে ১০ বছর পর সে বলতে না পারে, আরশ খান তার পাশে ছিল না।

শিল্পীদের মূল্যায়ন—আপনার চোখে কেমন হওয়া উচিত?

শিল্পী কখনোই দুর্বল নয়। সবাই যার যার জায়গা থেকে শক্তিশালী। কেউ হয়তো সফল, কেউ অপেক্ষায়। কিন্তু সবাইকেই সম্মান করা উচিত। আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের পরিশ্রমও কম নয়। কিন্তু অনেক সময় মূল্যায়নটা পাই না। শিল্পীকে শুধু শট নয়, মন দিয়ে দেখা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

গানের টিজারেই ঝড় তুললেন হৃতিক আর জুনিয়র এনটিআর

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য 

মিরপুরে পিচ পরিদর্শনে হেমিং, চোখে পড়ল ‘পুঁই বাগান’

ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা

আরপিও চূড়ান্তে ইসির মুলতবি সভা শুরু

আপন বোন ও তার প্রেমিককে খুন করল ভাই

শোয়েবুর হত্যার রহস্য উদ্ঘাটন

ওমানে প্রবাসীদের জন্য রেসিডেন্স কার্ড চালু

১০

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

আবারও বড়সড় বিপদের মুখে এয়ার ইন্ডিয়া

১২

বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেমিনার

১৩

সাবেক এমপি সোলাইমান সেলিম ফের ৩ দিনের রিমান্ডে

১৪

সাইফ-কারিনার দুই ছেলের রক্তে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর

১৫

এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা: আধুনিকতা–পরাধুনিকতার কাব্যতাত্ত্বিক মানচিত্র

১৬

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

১৭

প্লট দুর্নীতি  / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য আজ

১৮

ইয়ামালের জোড়া গোলে বার্সার গাম্পার ট্রফি জয়

১৯

হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার

২০
X