বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে ৭ আগস্ট ২০২৫, ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এবারের আসর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু এবং হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। ২০১৩ সালে যাত্রা শুরু করা ‘ম্যাজিক বাউলিয়ানা’ লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার একটি বড় প্ল্যাটফর্ম। ইউটিউবে এর রয়েছে প্রায় ২ লাখ সাবস্ক্রাইবার ও ৫ কোটির বেশি ভিউ। শোয়ের গানগুলো প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয়। অডিশন পর্ব শেষে প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং ও মাস্টার সিলেকশনে। এরপর স্টুডিও রাউন্ড ও চূড়ান্ত পর্ব প্রচারিত হবে মাছরাঙা টিভিতে। বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। এ আয়োজনে প্রতিযোগীদের গানের স্বত্ব, রয়্যালটি ও পেশাদার মূল্যায়ন নিশ্চিত করা হয়। পূর্ববর্তী আসর থেকেই উঠে এসেছেন ইতি ইব্রাহীম, কামরুজ্জামান রাব্বী ও নয়ন সূত্রধরের মতো শিল্পীরা।
মন্তব্য করুন