তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

তাদের ‘বেলা ও বিকেল’

তাদের ‘বেলা ও বিকেল’

দেশীয় শোবিজের দুই কিংবদন্তি শিল্পী দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেলা ও বিকেল’। দিলারা জামান অভিনয় করেছেন বেলা চরিত্রে আর আবুল হায়াত বিকেল চরিত্রে। তাদের সঙ্গে আরও রয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। গত ৫ ও ৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে এবং তার আশপাশে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম।

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রও গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নাম ভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি। যে কারণে এই নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। নাটকে নাবিলা, তানভীরও বেশ চমৎকার অভিনয় করেছে। সব মিলিয়ে পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

দিলারা জামান বলেন, “এখনো সুস্থ আছি, ভালো আছি, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে কাজ করতে পারছি—এটাই আসলে অনেক বড় বিষয়। কারণ বয়স তো আর কম হলো না। তারপরও ঠিকঠাকমতো এখনো কাজ করতে পারছি, এটাই ভালোলাগার। শুধু তাই নয়, নির্মাতারা যে এখনো আমাকে নিয়ে ভাবেন, আগ্রহ নিয়ে কাজ করেন—এটাই আসলে ভালোলাগার। শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় ‘বেলা ও বিকেল’ নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে। আমি বেলার ভূমিকায় অভিনয় করেছি। গল্পটা না হয় আপাতত নাইবা বললাম। নাটকটি প্রচারে এলেই না হয় দর্শক তা দেখতে পারবেন জানতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, এ সময়ে এসে শামীমের এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ একটা চ্যালেঞ্জই বলা চলে। এজন্য বিশেষ ধন্যবাদ শামীমকে।” নাটকটিতে প্রথমবার আবুল হায়াতের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলেন নাবিলা। নাবিলা বলেন, ‘এর আগে শ্রদ্ধেয় দিলারা জামান আন্টির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু এবারই প্রথম হায়াত আঙ্কেলের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। দেখা যায় যে, বাবা বা মায়ের জন্মদিন, বিবাহবার্ষিকীসহ তাদের জীবন ঘিরে আরও অন্যান্য উৎসবের দিনগুলো আমাদের উদযাপন করা হয় না। কিন্তু তাদেরও তো মনে মনে ইচ্ছে জাগে তা উদযাপন করার। এটাই মূলত নাটকের মূল বিষয়বস্তু।’

পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, শিগগিরই ‘বেলা ও বিকেল’ নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে

অভিনয় এখন আত্মপ্রদর্শন হয়ে দাঁড়িয়েছে: সজীব

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

উপদেষ্টা ফাওজুল কবির / ৭২ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবা দুঃখজনক

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

কটাক্ষের শিকার দীপিকা

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

১০

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

১১

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

১৩

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৪

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

১৫

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

১৬

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

১৭

শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা

১৮

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

১৯

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

২০
X