চলতি সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। দেশীয় নাটকে একের পর এক নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। তরুণ প্রজন্মের একজন অভিনেত্রী হয়েও অলংকার নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে বেছে নিয়েছেন একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র। বর্তমান ব্যস্ততা ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কালবেলার মুখোমুখি অলংকার চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন এ এইচ মুরাদ।
ইদানীং আপনাকে মিউজিক ভিডিওতে বেশি দেখা যাচ্ছে, কারণ কী?
এক্সপ্রেশন এবং নাচের অনুশীলন করছি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। আর বাংলাদেশের সব দর্শকদের কাছে আমার অভিব্যক্তিগুলো পৌঁছানোর সঙ্গে স্থিতিশীল হওয়ার কারণে, সবার কাছে মনে হচ্ছে আমাকে মিউজিক ভিডিওতে বেশি দেখা যাচ্ছে।
নাটকে কাজ কি কমিয়ে দিয়েছেন?
হ্যাঁ, কমিয়ে দিয়েছি! বর্তমানে তিন মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি বললেই হয়।
সবশেষ কোন নাটকে কাজ করলেন। পরিচালক ও সহশিল্পী কারা ছিলেন। আপনার চরিত্রটি কেমন?
নাটকের নাম—কালবেলা! এটি একটি সাসপেনস, থ্রিলার ও অ্যাকশন ঘরানার গল্প। গল্পটির লেখক ও পরিচালক ছিলেন আশরাফুল ব্যাকুল! আমার সঙ্গে অনন্য এক চরিত্রে রয়েছেন টুটুল চৌধুরী। আমার চরিত্রটি ছিল একজন বাংলাদেশি পুলিশ অফিসারের। চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল।
এখন পর্যন্ত আপনার নিজের অভিনীত ৫টি পছন্দের নাটক?
আমার প্রতিটি নাটকই আমার সন্তান! তাই আমার সব নাটকই আমার পছন্দের।
আপনি চলচ্চিত্রে কাজ করেছেন সেটি কবে মুক্তি পাবে? চলচ্চিত্রটি নিয়ে কিছু বলুন? চরিত্র ও গল্প?
সিনেমার বিষয়টি নিয়ে আপাতত কিছুই বলা যাচ্ছে না!
চলচ্চিত্রে অভিনয় নিয়ে আপনার পরিকল্পনা কী?
বাংলাদেশ চলচ্চিত্রকে আবারও রঙিন দেখতে চাই, আমার তেমনই পরিকল্পনা অভিনয়কে নিয়ে।
নারীকেন্দ্রিক চরিত্রে বেশিরভাগ নাটকে কাজ করছেন? কারণ কী? প্রচলিত হিট নায়করা কি আপনাকে শিডিউল দেন না?
দেখুন, নারীকেন্দ্রিক গল্পে বেশিরভাগ নাটকে কাজ করছি। নারী অভিনেতা হয়ে কোনো পুরুষ অভিনেতা কিংবা হিট নায়কদের ছাড়াই একটি সুন্দর গল্প এবং গল্পের সঙ্গে মানানসই অভিব্যক্তি অথবা পারফরম্যান্স দিতে পারছি। কাজগুলো হিট করতে পারছি, এক বছর বা দুই বছর নয়, সর্বক্ষণ মানুষের ভালোবাসা পাচ্ছি, মেয়েদের আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাসের অনুপ্রেরণা হতে পারছি, ব্যবসা সফল নাটক উপহার দিতে পারছি, চ্যানেলের ভরসার আর্টিস্ট হতে পারছি, তাই হয়তো স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালকরা নারীকেন্দ্রিক
গল্প নিয়ে আমাকেই ভাবছেন! তাই আমিও বেশিরভাগ নাটক নারীকেন্দ্রিকই করছি।
আপনি কি সিন্ডিকেটের শিকার?
একদমই না। কারণ, আমি তো সবসময় আমার মতোই কাজ করে এসেছি। কোনো সার্কেলে ঢোকারও ইচ্ছা ছিল না। তাই সিন্ডিকেটের শিকারও হইনি।
আপনি ভালো গান গেয়ে থাকেন। সামনে কি শ্রোতারা আপনার কোনো গান পাবেন?
ইনশাআল্লাহ। আশা রাখা যায় কোনো এক সূর্যের।
মন্তব্য করুন