আজ ১৮ অক্টোবর, বাংলা ব্যান্ড সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর ৭তম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে পুরো সাত বছর কেটেছে বাংলাদেশের সংগীতাঙ্গন তার অবর্তমানে। দেশে সেরা গিটারিস্ট ও সুরের জাদুকর হিসেবে স্মরণীয় এ শিল্পী দর্শককে মুহূর্তের মধ্যেই মন্ত্রমুগ্ধ করতে পারতেন। তার গান এখনো শ্রোতার হৃদয়কে তোলপাড় করে।
চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন। গানকে ভালোবেসে তিনি ১৯৭৭ সালে সংগীতজীবন শুরু করেন। এক বছর পর ব্যান্ড জগতে পা রাখেন। ১৯৮০ সালে তিনি যোগ দেন সোলস ব্যান্ডে এবং ১৯৯০ সাল পর্যন্ত তাদের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে নিজেই গঠন করেন ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)’ ব্যান্ড। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ ব্যান্ডের মেইন ভোকাল হিসেবে ছিলেন।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘ফেরারি মন’, ‘হাসতে দেখো’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘চলো বদলে যাই’, ‘সুখেরই পৃথিবী’ ইত্যাদি। তার গান শুধু কণ্ঠ নয়—দর্শকও কাঁদতো, হাসতো, আবেগে ভেসে যেত। প্রেম, সুখ, দুঃখ, কষ্ট—সব অনুভূতি পেত এক অনন্য মাত্রা তার কণ্ঠে।
দুর্ভাগ্যবশত, ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। জীবনের সব আয়োজন ফেলে গেলেও তিনি রেখে গেছেন কোটি ভক্তের হৃদয়ে অমর সংগীত ও স্মৃতি।
মন্তব্য করুন