

হলিউডে প্রায় ৩০ বছর ধরে ক্যারিয়ার গড়ার পর কেট হাডসন বলছেন, তার সবচেয়ে বড় অর্জন হলো মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক। সম্প্রতি তার বায়োপিক ‘সং সাং ব্লু’ এর প্রিমিয়ারে এসে তিনি এ কথা বলেন।
কেট বলেন, ‘আমার মনে প্রথম যা আসে, তা হলো মানুষজন যাদের সঙ্গে আমি পরিচিত হয়েছি, সেই সম্পর্কগুলো। এগুলোই সবসময় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় উপহার মনে হয়।’ ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি ভাগ্যবান যে, এমন মানুষদের সঙ্গে কাজ করছি—যারা অসীমভাবে আকর্ষণীয়, বুদ্ধিমান এবং স্বাধীন।’ হাডসনের ১৯৯৮ সালে ডেজার্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়।
নতুন এ সিনেমায় কেট ক্লেয়ার সার্ডিনার চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি মাইক ও ক্লেয়ারের দম্পতির জীবনের গল্প তুলে ধরে।
হাডসন জানান, নতুন এ সিনেমাটি তার ক্যারিয়ারের সবকিছুর সমাপ্তি এবং তার অর্জিত অভিজ্ঞতার প্রতিফলন। তিনি বিশেষভাবে ক্লেয়ারের জীবনদর্শন ও অন্ধকার মুহূর্তেও আলো খুঁজে পাওয়ার ক্ষমতাকে প্রশংসা করেছেন।
শুটিং চলাকালীন হাডসন নিল ডায়মন্ডকে ব্যক্তিগতভাবে চেনার সৌভাগ্যও পান। তিনি বলেন, ‘নিল অসাধারণ, দয়ালু এবং স্নেহময়। তার সংগীত মানুষকে একত্রিত করে এবং আনন্দ দেয়।’ সিনেমাটি পরিচালনা করেছেন ক্রেগ ব্রুয়ার। এটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।
মন্তব্য করুন