

আজ হলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মেল গিবসনের জন্মদিন। ১৯৫৬ সালের ৩ জানুয়ারি জন্ম নেওয়া এই তারকা দীর্ঘ ক্যারিয়ারে অ্যাকশন, ঐতিহাসিক ও ধর্মীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র ছাপ রেখে গেছেন।
বিশ্বজুড়ে মেল গিবসনের পরিচিতি তৈরি হয় ‘ম্যাড ম্যাক্স’ সিরিজের সিনেমা, বিশেষ করে ‘দ্য রোড ওয়ারিয়র’-এর মাধ্যমে। এ চরিত্রই তাকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এরপর একে একে তিনি অভিনয় করেন ‘লেথাল উইপন’, ‘ব্রেভহার্ট’, ‘কন্সপিরেসি থিওরি’সহ বহু সফল সিনেমায়, যা তাকে হলিউডের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত করে।
শুধু অভিনেতা হিসেবেই নয়, পরিচালক ও প্রযোজক হিসেবেও মেল গিবসন প্রশংসিত। ২০০৩ সালে যিশু খ্রিষ্টের জীবন অবলম্বনে তার প্রযোজনায় নির্মিত ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বক্স অফিসেও উল্লেখযোগ্য সাফল্য পায়।
নিউ ইয়র্কের পিকসকিল শহরে জন্ম নেওয়া গিবসন মাত্র ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। সেখানেই তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টে অভিনয়ের ওপর পড়াশোনা করেন, যা তার শিল্পীজীবনের ভিত গড়ে দেয়।
১৯৮০-এর দশকে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অ্যাটম ইগোয়ানের সঙ্গে যৌথভাবে আইকন এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীবালে বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাণে ভূমিকা রাখে।
মেল গিবসনের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় আসে ১৯৮১ সালে। পরিচালক পিটার ওয়াইয়ার তাকে ‘গালিপলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। এ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউট থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন এবং একজন গম্ভীর ও শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেন।
মন্তব্য করুন