

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো মমতাজ মেহেদি নিবেদিত ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫’-এর। গত শনিবার রাজধানীর আইসিসিএল ভেন্যুতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে সেরাদের সেরা হিসেবে চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন ইয়ামিন ও তাজকিয়া।
আয়োজক প্রতিষ্ঠান স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, এবারের আসরে দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনে অংশ নেন। সেখান থেকে মেধা, আত্মবিশ্বাস ও পারফর্ম্যান্সের বিচারে একাধিক ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন ১৪ জন প্রতিযোগী।
গ্র্যান্ড ফিনালের জমজমাট লড়াই শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন নির্বাচিত হন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হয়েছেন ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপের খেতাব জিতেছেন সৌরভ ও সুমি।
চূড়ান্ত পর্বে বিচারকের আসনে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, চিত্রনায়ক জয় চৌধুরী ও উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। তাদের উপস্থিতি ও পারফর্ম্যান্স আয়োজনটিতে ভিন্ন মাত্রা যোগ করে। উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়ায় দাপটের সঙ্গে কাজ করছেন। আয়োজকদের দাবি, নতুন মুখ তৈরির ক্ষেত্রে ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ এখন একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
মন্তব্য করুন